মোনাশ কলেজ গ্র্যাজুয়েশন কনভোকেশন ২০২৪ উদযাপন করল ইউসিবি
মোনাশ কলেজ গ্র্যাজুয়েশন কনভোকেশন ২০২৪’এর আয়োজন করেছে বাংলাদেশে মোনাশ কলেজের একমাত্র অংশীদার ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)। শনিবার, ২৯ জুন রাজধানীর একটি পাচ তারকা হোটেলে এই সমাবর্তন অনুষ্ঠানে ভিন্ন ভিন্ন প্রোগ্রাম সম্পন্নকারী ১০৩ জন শিক্ষার্থীর হাতে স্নাতকের সনদ তুলে দেয় ইউসিবি। Published in: Itvbd
১০৩ শিক্ষার্থীকে স্নাতক সনদ দিল ইউসিবি
মোনাশ কলেজ গ্র্যাজুয়েশন কনভোকেশন ২০২৪’এর আয়োজন করেছে বাংলাদেশে মোনাশ কলেজের একমাত্র অংশীদার ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)। সন্ধ্যায় শেরাটন ঢাকা’য় আয়োজিত এই জমকালো সমাবর্তন অনুষ্ঠানে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার এবং মোনাশ কলেজ ডিপ্লোমা (বিজনেস, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং)-সহ মোনাশ কলেজের ভিন্ন ভিন্ন প্রোগ্রাম সম্পন্নকারী ১০৩ জন শিক্ষার্থীর হাতে স্নাতকের সনদ তুলে দেয় ইউসিবি। ইউসিবি’র মাধ্যমে এযাবৎ তিনটি ব্যাচ মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার এবং মোনাশ কলেজ ডিপ্লোমা সম্পন্ন করেছে। কনভোকেশন আয়োজনে এসটিএস গ্রুপের সিইও মানাস সিং এবং ইউসিবি’র ডিরেক্টর জারিফ মুনিরসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে আয়োজনে যুক্ত হন বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার নার্দিয়া সিম্পসন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ইউসিবি’র প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল। পাশাপাশি বক্তব্য দেন প্রতিষ্ঠানের ডিরেক্টর ও বোর্ড সদস্য জারিফ মুনির। “আমাদের মেধাবী শিক্ষার্থীদের সাফল্যের সাথে স্নাতক সম্পন্ন করতে দেখে আমি গর্বিত”, বলেন ইউসিবি’র ডিরেক্টর জারিফ মুনির। তিন বলেন, “মোনাশ কলেজের সাথে অংশীদারিত্বের মাধ্যমে ইউসিবি দেশের তরুণ শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষার সুযোগ তৈরি করে তাদের সম্ভাবনার পূর্ণ বিকাশের পথ তৈরি করছে, যাতে তারা নিজেদের ও দেশের ভবিষ্যত আরো উজ্জ্বল করে তুলতে পারে।” ইউসিবি’র প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল বলেন, “আমাদের মোনাশ প্রোগ্রামে উত্তীর্ণ (পাস) হওয়া প্রত্যেক শিক্ষার্থী বিশ্বের শীর্ষ ৪০টি বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষার নিশ্চিত সুযোগ পায়। আমাদের সকল শিক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়। এই যাত্রায় তাদের সহযোগিতা করতে পেরে আমি আনন্দিত।” বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার নার্দিয়া সিম্পসন বলেন, “বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া এই দুই দেশই শিক্ষার সুযোগ তৈরির ব্যাপারে প্রতিশ্রুতিশীল। ফলে দুই দেশের মধ্যে গড়ে উঠেছে দৃঢ় সম্পর্ক ও শক্তিশালী বন্ধন। এদেশে আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণের সুযোগ তৈরি করার প্রত্যয় নিয়ে কাজ করার জন্য আমরা বাংলাদেশ সরকারের দূরদৃষ্টিসম্পন্ন সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমি মনে করি, এই শিক্ষার্থীরা বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত করতে ভূমিকা রাখবে এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।” Published in: Channelionline
বাংলাদেশি শতাধিক শিক্ষার্থীকে সমাবর্তন দিয়েছে মোনাশ ইউনিভার্সিটি
মোনাশ কলেজ গ্র্যাজুয়েশন কনভোকেশন ২০২৪’এর আয়োজন করেছে বাংলাদেশে মোনাশ কলেজের একমাত্র অংশীদার ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)। ২৯ জুন শনিবার সন্ধ্যায় রাজধানীতে এক জমকালো সমাবর্তন অনুষ্ঠানে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার এবং মোনাশ কলেজ ডিপ্লোমা (বিজনেস, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং)-সহ মোনাশ কলেজের ভিন্ন ভিন্ন প্রোগ্রাম সম্পন্নকারী ১০৩ জন শিক্ষার্থীর হাতে স্নাতকের সনদ তুলে দেয় ইউসিবি। ইউসিবি’র মাধ্যমে এযাবৎ তিনটি ব্যাচ মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার এবং মোনাশ কলেজ ডিপ্লোমা সম্পন্ন করেছে। কনভোকেশন আয়োজনে এসটিএস গ্রুপের সিইও মানাস সিং এবং ইউসিবি’র ডিরেক্টর জারিফ মুনিরসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে আয়োজনে যুক্ত হন বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার নার্দিয়া সিম্পসন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ইউসিবি’র প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল। পাশাপাশি বক্তব্য দেন প্রতিষ্ঠানের ডিরেক্টর ও বোর্ড সদস্য জারিফ মুনির। স্নাতকদের উদ্দেশ্য ও করণীয় প্রসঙ্গে আলোকপাত করেন প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর অব এডুকেশন ম্যাথিউ কার্টার। শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও দিকনির্দেশনা দিয়ে সর্বশেষে বক্তব্য রাখেন বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার নার্দিয়া সিম্পসন। মোনাশ ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার ডক্টরেট ডিগ্রীধারী এবং ইউসিবি’র একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন অধ্যাপক মোঃ ইসমাইল হোসেন স্নাতক সম্পন্নকারী শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন। এ পর্যায়ে মোনাশ ফাউন্ডেশন ইয়ার এবং মোনাশ কলেজ ডিপ্লোমা সম্পন্নকারী সকল শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়। অনন্য মেধার স্বাক্ষর রেখে বিশেষ পুরস্কার জিতে নেন মোট সাতজন শিক্ষার্থী, যাদের মধ্যে একজন শিক্ষার্থী দুটি আইটি পরীক্ষায় বিশ্বে সর্বোচ্চ স্কোর অর্জন করেছে। এছাড়া, ইউসিবি’তে অধ্যয়নকালে স্টুডেন্ট কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্বপালন এবং বিভিন্ন মানবিক (দাতব্য) কাজে জড়িত থাকার স্বীকৃতিস্বরূপ ২০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। “আমাদের মেধাবী শিক্ষার্থীদের সাফল্যের সাথে স্নাতক সম্পন্ন করতে দেখে আমি গর্বিত”, বলেন ইউসিবি’র ডিরেক্টর জারিফ মুনির। “মোনাশ কলেজের সাথে অংশীদারিত্বের মাধ্যমে ইউসিবি দেশের তরুণ শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষার সুযোগ তৈরি করে তাদের সম্ভাবনার পূর্ণ বিকাশের পথ তৈরি করছে, যাতে তারা নিজেদের ও দেশের ভবিষ্যত আরো উজ্জ্বল করে তুলতে পারে।” ইউসিবি’র প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল বলেন, “আমাদের মোনাশ প্রোগ্রামে উত্তীর্ণ (পাস) হওয়া প্রত্যেক শিক্ষার্থী বিশ্বের শীর্ষ ৪০টি বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষার নিশ্চিত সুযোগ পায়। আমাদের সকল শিক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়। এই যাত্রায় তাদের সহযোগিতা করতে পেরে আমি আনন্দিত।” বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার নার্দিয়া সিম্পসন বলেন, “বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া এই দুই দেশই শিক্ষার সুযোগ তৈরির ব্যাপারে প্রতিশ্রুতিশীল। ফলে দুই দেশের মধ্যে গড়ে উঠেছে দৃঢ় সম্পর্ক ও শক্তিশালী বন্ধন। এদেশে আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণের সুযোগ তৈরি করার প্রত্যয় নিয়ে কাজ করার জন্য আমরা বাংলাদেশ সরকারের দূরদৃষ্টিসম্পন্ন সিদ্ধান্তকে স্বাগত জানাই। বিশেষ করে, ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের মতো অগ্রগামী প্রতিষ্ঠান উচ্চশিক্ষা গ্রহণের এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে নিরলস কাজ করে যাচ্ছে। স্নাতক সম্পন্নকারী শিক্ষার্থীদের অভিনন্দন। আমি মনে করি, এই শিক্ষার্থীরা বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত করতে ভূমিকা রাখবে এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।” Published in: Bvnews24
UCB celebrates Monash College graduation convocation
Universal College Bangladesh (UCB), the exclusive partner of Monash College in Bangladesh, held the Monash College Graduation Convocation 2024 on June 29. The event took place at the Sheraton Dhaka, celebrating 103 students who graduated from the Monash University Foundation Year and Monash College Diploma programs in Business, Information Technology, and Engineering. This is the third batch of students graduating from these programs at UCB. Key figures at the event included Manas Singh, CEO of STS Group, Zarif Munir, Director of UCB, students, parents, teachers, and other guests. H. E. Nardia Simpson, Acting High Commissioner of Australia to Bangladesh, was the Chief Guest. The event started with a welcome note from Prof. Hew Gill, President and Provost at UCB. This was followed by a speech from Zarif Munir and an address by Matthew Carter, Executive Director of Education at Monash College Australia. The Chief Guest, H. E. Nardia Simpson, also delivered a commencement address. Prof. Md Ismail Hossain, Dean of Academic Affairs at UCB, presented the graduating students. All students received their Monash University Foundation Year and Monash College Diploma certificates. Seven students were awarded for outstanding academic performance, including one who achieved top scores in two IT exams. Additionally, 20 students were recognized for their community contributions. Zarif Munir expressed pride in the graduates and highlighted the importance of the partnership with Monash College in providing quality education. H. E. Nardia Simpson praised the strong educational ties between Bangladesh and Australia. UCB, the first Ministry of Education-approved international education provider in Bangladesh, continues to provide world-class education and a direct pathway to Monash University, ranked 42nd globally by QS World University Rankings 2024. Published in: Bangladeshpost
Nardia Simpson highlights Bangladesh-Australia strong ties, shared commitment to education
Acting High Commissioner of Australia to Bangladesh Nardia Simpson has said the strong ties and connections between the two nations are deeply rooted in a shared commitment to education. She said they greatly appreciate the Bangladesh government’s forward-thinking decision to welcome international education. “And it is wonderful to witness the process accelerate through a commendable organization like Universal College Bangladesh. Congratulations to the graduates, I am confident that they will ensure a brighter future for Bangladesh and strengthen the partnership between Bangladesh and Australia,” the Australian envoy said while celebrating Monash College Graduation Convocation 2024 in Dhaka. Universal College Bangladesh (UCB), the exclusive partner to Monash College in Bangladesh, celebrated the Monash College Graduation Convocation 2024, on Saturday evening, according to a press release. A total 103 students pursuing different programmes offered by Monash College, namely, Monash University Foundation Year and Monash College Diploma (Business, Information Technology and Engineering), graduated on this day. This is the 3rd batch graduating from Monash University Foundation Year and Monash College Diploma through Universal College Bangladesh (UCB). At the graduation event, Manas Singh, CEO, of STS Group, and Zarif Munir, Director, UCB, as well as students, parents, teachers, and other esteemed guests were present. The event began with a welcome note from Prof. Hew Gill, President and Provost at UCB, followed by a board commendation speech by Zarif Munir, Director and Member of the Board of UCB. The event moved forward with an occasional address by Matthew Carter, Executive Director of Education, Monash College Australia. The graduating students were presented by Prof. Md Ismail Hossain, Dean of Academic Affairs at UCB who completed his doctorate at Monash University Australia. All the students were awarded Monash University Foundation Year and Monash College Diploma certificates at the Convocation. Seven students received awards for outstanding academic performance, including one student who achieved world topping scores in two IT exams. A total of 20 Students were also recognized for their community contributions, including serving as members of the UCB Student Council, and involvement in charity projects for the needy. Zarif Munir, Director, UCB, said, “Witnessing the graduation of these talented students fills me with immense pride. Through our partnership with Monash College at Universal College Bangladesh, we are providing the youth of Bangladesh with a world-class educational pathway to unlock their full potential and shape a brighter future for themselves and the nation”. “Our Monash programs offer a guaranteed pathway to a world top 40 university for every student who passes, and all our students pass. I am honored to have played a role in our students’ academic journey”, said Professor Hew Gill, President and Provost, UCB. UCB, the country’s first Ministry of Education-approved international education provider, recognises the growing need for quality education and its impact on building a highly skilled workforce for the future of Bangladesh. Published in: Unb
মোনাশ কলেজ গ্র্যাজুয়েশন কনভোকেশন উদযাপন করল ইউসিবি
মোনাশ কলেজ গ্র্যাজুয়েশন কনভোকেশন ২০২৪ এর আয়োজন করেছে বাংলাদেশে মোনাশ কলেজের একমাত্র অংশীদার ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)। গতকাল শনিবার (২৯ জুন) সন্ধ্যায় আয়োজিত এই জমকালো সমাবর্তন অনুষ্ঠানে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার এবং মোনাশ কলেজ ডিপ্লোমা (বিজনেস, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) সহ মোনাশ কলেজের ভিন্ন ভিন্ন প্রোগ্রাম সম্পন্ন করা ১০৩ জন শিক্ষার্থীর হাতে স্নাতকের সনদ তুলে দেয় ইউসিবি। ইউসিবির মাধ্যমে এ পর্যন্ত তিনটি ব্যাচ মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার এবং মোনাশ কলেজ ডিপ্লোমা সম্পন্ন করেছে। কনভোকেশন আয়োজনে এসটিএস গ্রুপের সিইও মানাস সিং এবং ইউসিবির ডিরেক্টর জারিফ মুনিরসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে আয়োজনে যুক্ত হন বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার নার্দিয়া সিম্পসন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ইউসিবির প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল। পাশাপাশি বক্তব্য দেন প্রতিষ্ঠানের ডিরেক্টর ও বোর্ড সদস্য জারিফ মুনির, প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর অব এডুকেশন ম্যাথিউ কার্টার ও বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার নার্দিয়া সিম্পসন। মোনাশ ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার ডক্টরেট ডিগ্রীধারী এবং ইউসিবির একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন অধ্যাপক মো. ইসমাইল হোসেন স্নাতক সম্পন্নকারী শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন। এ পর্যায়ে মোনাশ ফাউন্ডেশন ইয়ার এবং মোনাশ কলেজ ডিপ্লোমা সম্পন্নকারী সকল শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়। বিশেষ পুরস্কার জিতে নেন সাতজন শিক্ষার্থী, যাদের মধ্যে একজন শিক্ষার্থী দুটি আইটি পরীক্ষায় বিশ্বে সর্বোচ্চ স্কোর অর্জন করেছেন। এছাড়া, ইউসিবিতে অধ্যয়নকালে স্টুডেন্ট কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্বপালন এবং বিভিন্ন মানবিক (দাতব্য) কাজে জড়িত থাকার স্বীকৃতিস্বরূপ ২০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। Published in: Bonikbarta
মোনাশ কলেজের গ্র্যাজুয়েশন কনভোকেশন আয়োজন করল ইউসিবি
মোনাশ কলেজ গ্র্যাজুয়েশন কনভোকেশন ২০২৪’এর আয়োজন করেছে বাংলাদেশে মোনাশ কলেজের একমাত্র অংশীদার ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)। ২৯ জুন শনিবার সন্ধ্যায় শেরাটন ঢাকা’য় আয়োজিত এই জমকালো সমাবর্তন অনুষ্ঠানে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার এবং মোনাশ কলেজ ডিপ্লোমা (বিজনেস, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং)-সহ মোনাশ কলেজের ভিন্ন ভিন্ন প্রোগ্রাম সম্পন্নকারী ১০৩ জন শিক্ষার্থীর হাতে স্নাতকের সনদ তুলে দেয় ইউসিবি। ইউসিবি’র মাধ্যমে এযাবৎ তিনটি ব্যাচ মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার এবং মোনাশ কলেজ ডিপ্লোমা সম্পন্ন করেছে। কনভোকেশন আয়োজনে এসটিএস গ্রুপের সিইও মানাস সিং এবং ইউসিবি’র ডিরেক্টর জারিফ মুনিরসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে আয়োজনে যুক্ত হন বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার নার্দিয়া সিম্পসন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ইউসিবি’র প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল। পাশাপাশি বক্তব্য দেন প্রতিষ্ঠানের ডিরেক্টর ও বোর্ড সদস্য জারিফ মুনির। স্নাতকদের উদ্দেশ্য ও করণীয় প্রসঙ্গে আলোকপাত করেন প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর অব এডুকেশন ম্যাথিউ কার্টার। শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও দিকনির্দেশনা দিয়ে সর্বশেষে বক্তব্য রাখেন বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার নার্দিয়া সিম্পসন। মোনাশ ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার ডক্টরেট ডিগ্রীধারী এবং ইউসিবি’র একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন অধ্যাপক মোঃ ইসমাইল হোসেন স্নাতক সম্পন্নকারী শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন। এ পর্যায়ে মোনাশ ফাউন্ডেশন ইয়ার এবং মোনাশ কলেজ ডিপ্লোমা সম্পন্নকারী সকল শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়। অনন্য মেধার স্বাক্ষর রেখে বিশেষ পুরস্কার জিতে নেন মোট সাতজন শিক্ষার্থী, যাদের মধ্যে একজন শিক্ষার্থী দুটি আইটি পরীক্ষায় বিশ্বে সর্বোচ্চ স্কোর অর্জন করেছে। এছাড়া, ইউসিবি’তে অধ্যয়নকালে স্টুডেন্ট কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্বপালন এবং বিভিন্ন মানবিক (দাতব্য) কাজে জড়িত থাকার স্বীকৃতিস্বরূপ ২০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। “আমাদের মেধাবী শিক্ষার্থীদের সাফল্যের সাথে স্নাতক সম্পন্ন করতে দেখে আমি গর্বিত”, বলেন ইউসিবি’র ডিরেক্টর জারিফ মুনির। “মোনাশ কলেজের সাথে অংশীদারিত্বের মাধ্যমে ইউসিবি দেশের তরুণ শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষার সুযোগ তৈরি করে তাদের সম্ভাবনার পূর্ণ বিকাশের পথ তৈরি করছে, যাতে তারা নিজেদের ও দেশের ভবিষ্যত আরো উজ্জ্বল করে তুলতে পারে।” ইউসিবি’র প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল বলেন, “আমাদের মোনাশ প্রোগ্রামে উত্তীর্ণ (পাস) হওয়া প্রত্যেক শিক্ষার্থী বিশ্বের শীর্ষ ৪০টি বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষার নিশ্চিত সুযোগ পায়। আমাদের সকল শিক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়। এই যাত্রায় তাদের সহযোগিতা করতে পেরে আমি আনন্দিত।” বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার নার্দিয়া সিম্পসন বলেন, “বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া এই দুই দেশই শিক্ষার সুযোগ তৈরির ব্যাপারে প্রতিশ্রুতিশীল। ফলে দুই দেশের মধ্যে গড়ে উঠেছে দৃঢ় সম্পর্ক ও শক্তিশালী বন্ধন। এদেশে আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণের সুযোগ তৈরি করার প্রত্যয় নিয়ে কাজ করার জন্য আমরা বাংলাদেশ সরকারের দূরদৃষ্টিসম্পন্ন সিদ্ধান্তকে স্বাগত জানাই। বিশেষ করে, ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের মতো অগ্রগামী প্রতিষ্ঠান উচ্চশিক্ষা গ্রহণের এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে নিরলস কাজ করে যাচ্ছে। স্নাতক সম্পন্নকারী শিক্ষার্থীদের অভিনন্দন। আমি মনে করি, এই শিক্ষার্থীরা বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত করতে ভূমিকা রাখবে এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।” Published in: Ittefaq
মোনাশ কলেজ গ্র্যাজুয়েশন কনভোকেশন উদযাপন করল ইউসিবি
মোনাশ কলেজ গ্র্যাজুয়েশন কনভোকেশন ২০২৪’ এর আয়োজন করেছে বাংলাদেশে মোনাশ কলেজের একমাত্র অংশীদার ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সমাবর্তন অনুষ্ঠানে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার এবং মোনাশ কলেজ ডিপ্লোমাসহ (বিজনেস, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) মোনাশ কলেজের ভিন্ন ভিন্ন প্রোগ্রাম সম্পন্নকারী ১০৩ শিক্ষার্থীর হাতে স্নাতকের সনদ তুলে দেওয় ইউসিবি। ইউসিবি’র মাধ্যমে এযাবৎ তিনটি ব্যাচ মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার এবং মোনাশ কলেজ ডিপ্লোমা সম্পন্ন করেছে। কনভোকেশন আয়োজনে এসটিএস গ্রুপের সিইও মানাস সিং এবং ইউসিবি’র ডিরেক্টর জারিফ মুনিরসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নার্দিয়া সিম্পসন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন ইউসিবি’র প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল। বক্তৃতা করেন, প্রতিষ্ঠানের ডিরেক্টর ও বোর্ড সদস্য জারিফ মুনির, প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর অব এডুকেশন ম্যাথিউ কার্টার। Published in: Jugantor
Nardia Simpson highlights Bangladesh-Australia strong ties, shared commitment to education
Acting High Commissioner of Australia to Bangladesh Nardia Simpson has said the strong ties and connections between the two nations are deeply rooted in a shared commitment to education. She said they greatly appreciate the Bangladesh government’s forward-thinking decision to welcome international education. “And it is wonderful to witness the process accelerate through a commendable organisation like Universal College Bangladesh. Congratulations to the graduates, I am confident that they will ensure a brighter future for Bangladesh and strengthen the partnership between Bangladesh and Australia,” the Australian envoy said while celebrating Monash College Graduation Convocation 2024 in Dhaka. Universal College Bangladesh (UCB), the exclusive partner to Monash College in Bangladesh, celebrated the Monash College Graduation Convocation 2024, on Saturday evening, according to a press release. A total of 103 students pursuing different programmes offered by Monash College, namely, Monash University Foundation Year and Monash College Diploma (Business, Information Technology and Engineering), graduated on this day. This is the 3rd batch graduating from Monash University Foundation Year and Monash College Diploma through Universal College Bangladesh (UCB). At the graduation event, Manas Singh, CEO, of STS Group, and Zarif Munir, Director, UCB, as well as students, parents, teachers, and other esteemed guests were present. The event began with a welcome note from Prof. Hew Gill, President and Provost at UCB, followed by a board commendation speech by Zarif Munir, Director and Member of the Board of UCB. The event moved forward with an occasional address by Matthew Carter, Executive Director of Education, Monash College Australia. The graduating students were presented by Prof. Md Ismail Hossain, Dean of Academic Affairs at UCB who completed his doctorate at Monash University Australia. All the students were awarded Monash University Foundation Year and Monash College Diploma certificates at the Convocation. Seven students received awards for outstanding academic performance, including one student who achieved world topping scores in two IT exams. A total of 20 Students were also recognized for their community contributions, including serving as members of the UCB Student Council, and involvement in charity projects for the needy. Zarif Munir, Director, UCB, said, “Witnessing the graduation of these talented students fills me with immense pride. Through our partnership with Monash College at Universal College Bangladesh, we are providing the youth of Bangladesh with a world-class educational pathway to unlock their full potential and shape a brighter future for themselves and the nation”. “Our Monash programs offer a guaranteed pathway to a world top 40 university for every student who passes, and all our students pass. I am honoured to have played a role in our students’ academic journey”, said Professor Hew Gill, President and Provost, UCB. UCB, the country’s first Ministry of Education-approved international education provider, recognises the growing need for quality education and its impact on building a highly skilled workforce for the future of Bangladesh. Published in: Daily-sun
UCB celebrates Monash College graduation convocation
Universal College Bangladesh (UCB), the partner to Monash College in Bangladesh, recently celebrated the Monash College graduation convocation 2024. This is the 3rd batch graduating from Monash University Foundation Year and Monash College Diploma through Universal College Bangladesh, said a press release. The event began with a welcome note from Prof Hew Gill, president and provost at UCB, followed by a board commendation speech by Zarif Munir, director and member of the board of UCB. At the graduation event, Manas Singh, CEO, of STS Group, and Zarif Munir, Director, UCB, as well as students, parents, teachers, and other esteemed guests were present. Nardia Simpson, acting high commissioner of Australia to Bangladesh, joined the event as the chief guest. The graduating students were presented by Prof Md Ismail Hossain, dean of Academic Affairs at UCB who completed his doctorate at Monash University Australia. During the event, seven students received awards for outstanding academic performance, including one student who achieved world topping scores in two IT exams. Twenty students were also recognised for their community contributions, including serving as members of the UCB Student Council, and involvement in charity projects for the needy. All the students were awarded Monash University Foundation Year and Monash College Diploma certificates at the convocation, the statement added. Published in: Daily-sun