বিশ্বমানের উচ্চশিক্ষায় আগ্রহী তরুণদের স্বপ্নপূরণে দিকনির্দেশনা প্রদান
চলতি বছরে মোনাশ কলেজ ডিপ্লোমা (এমসিডি) প্রোগ্রামের ৩য় ইনটেকের ওরিয়েন্টেশন আয়োজন করেছে দেশে মোনাশ কলেজের একমাত্র অংশীদার ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)। ইউসিবি ক্যাম্পাসে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে জমজমাট এই আয়োজনে বিশ্বের শীর্ষ ৪০টি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায়, প্রকৌশল, ও তথ্য প্রযুক্তি বিষয়ে বিভিন্ন প্রোগ্রামে ভর্তি ও পড়াশোনা প্রসঙ্গে বিস্তারিত পরামর্শ ও দিকনির্দেশনা দান করে ইউসিবি। আয়োজনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউসিবি’র প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল। এছাড়াও ওরিয়েন্টেশনে বাংলাদেশে মোনাশ ইউনিভার্সিটি’র ইউনিভার্সিটি মার্কেটিং, অ্যাডমিশন, এন্ড কম্যুনিকেশনসের ইন-কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্ট আজরা করিম; এবং মোনাশ ইউনিভার্সিটি মালয়েশিয়া’র সিনিয়র এক্সিকিউটিভ, ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট এন্ড ডেভেলপমেন্ট, মার্কেটিং এন্ড ফিউচার স্টুডেন্টস ড্যানিয়েল লাম’এর বক্তব্য ও উপস্থাপনায় দেশের মেধাবী তরুণদের জন্য মোনাশ প্রোগ্রামে ভর্তির বিভিন্ন ইতিবাচক দিক ও উজ্জ্বল ক্যারিয়ার সম্ভাবনার বিষয়গুলো উঠে আসে। শিক্ষার্থীদের জন্য ভিন্ন ভিন্ন এমসিডি প্রোগ্রামের বিস্তারিত তথ্য আলোচনা করেন ড. সাদিয়া আফরিন। ইউসিবি’র ডেপুটি রেজিস্ট্রার শফিক ওয়ায়েস প্রাতিষ্ঠানিক নিয়মনীতি ও কার্যক্রম ব্যাখ্যা করেন। এছাড়াও, ইউসিবি’তে বিশ্বমানের শিক্ষাসুবিধার আওতায় পাঠদানের খুঁটিনাটি তুলে ধরেন প্রতিষ্ঠানের আইটি এক্সিকিউটিভ বিপ্লব পাল। ওরিয়েন্টেশনে আগত নতুন শিক্ষার্থীরা ইউসিবি’র বর্তমান শিক্ষার্থীদের সাথে একটি এক্সপেরিয়েন্স সেশনে অংশগ্রহণের সুযোগ পান, যেখানে তারা বাংলাদেশে বসেই আন্তর্জাতিক কারিকুলামে পড়াশোনার অভিজ্ঞতা সম্পর্কে ধারণা লাভ করেন। রাজধানীর গুলশানে অবস্থিত ইউসিবি ক্যাম্পাসে প্রতিষ্ঠানটির কাউন্সেলিং ও সাপোর্ট, স্টুডেন্ট ক্লাব ও এর বিভিন্ন কার্যক্রম ইত্যাদি প্রসঙ্গে তথ্যপূর্ণ আলোচনার মাধ্যমে ওরিয়েন্টেশন আয়োজন সমাপ্ত হয়। ব্যবসায়, প্রকৌশল, ও তথ্য প্রযুক্তি বিষয়ে মোনাশ অস্ট্রেলিয়া বা মালয়েশিয়াতে পড়াশোনার ক্ষেত্রে এমসিডি প্রোগ্রাম কীভাবে শিক্ষার্থীদের ক্যারিয়ারে এক ধাপ এগিয়ে থাকতে সাহায্য করে – তা বিস্তারিত তুলে ধরেন প্রফেসর হিউ গিল ও সামিয়া ইসলাম। প্রফেসর হিউ’র বক্তব্যে ইউসিবি শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য বিভিন্ন বৃত্তি সুবিধার কথাও উঠে আসে। তিনি বলেন, “ইউসিবি’র অধীনে এমসিডি প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা ঢাকায় বসেই মোনাশে বিজনেস, ইঞ্জিনিয়ারিং, বা আইটি ডিগ্রি’র প্রথম বর্ষের শিক্ষা সম্পন্ন করতে পারবেন। আমরা তাদের জন্য অস্ট্রেলিয়ার সমমানের শিক্ষা সুবিধা নিশ্চিত করেছি, যার মাধ্যমে তারা একটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পথে স্বাচ্ছন্দ্যে এগিয়ে যেতে পারেন। এক বছরেরও কম সময়ে এমসিডি সম্পন্ন করে শিক্ষার্থীরা সরাসরি মোনাশ অস্ট্রেলিয়া বা মালয়েশিয়াতে ২য় বর্ষে পড়াশোনা আরম্ভ করতে পারবেন”। “ইউসিবি’তে পড়াশোনার সর্বোচ্চ মান নিশ্চিতের পাশাপাশি আমরা শিক্ষার্থীদের জন্য সেরা পরিবেশ ও সার্বিকভাবে বেড়ে ওঠার সকল সুবিধা নিশ্চিত করেছি”, বলেন আজরা করিম। “মোনাশের সাথে অংশীদারিত্বের মাধ্যমে আমরা প্রতিটি শিক্ষার্থীকে সেরা অ্যাকাডেমিক সাফল্য অর্জনে সহযোগিতা করে যাচ্ছি, আমাদের সর্বশেষ অ্যাসেসমেন্ট সাইকেলে শতভাগ পাসের হার যার প্রমাণ দেয়। মোনাশ ইউনিভার্সিটি সহ বিশ্বের নানা খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বিশ্বস্ত সহযোগী হিসেবে ইউসিবি অনন্য ভূমিকা রাখছে”। এইচএসসি, এএস, এ লেভেলস ও সমমানের শিক্ষা সম্পন্নকারীরা মোনাশ এমসিডি প্রোগ্রামের আওতায় বৃত্তি সহ নানা সুবিধায় মোনাশে ব্যবসায়, প্রকৌশল, ও তথ্য প্রযুক্তি বিষয়ে ভর্তি হতে পারেন। এমসিডি’র মাধ্যমে দেশের সম্ভাবনাময় তরুণরা মোনাশ ইউনিভার্সিটির অধীনে নিজেদের পছন্দসই ডিগ্রিতে সরাসরি ২য় বর্ষ থেকে পড়াশোনা শুরু করতে পারবেন। Published in: Bvnews24
বিশ্বমানের উচ্চশিক্ষায় আগ্রহী তরুণদের স্বপ্নপূরণে দিকনির্দেশনা
চলতি বছরে মোনাশ কলেজ ডিপ্লোমা (এমসিডি) প্রোগ্রামের ৩য় ইনটেকের ওরিয়েন্টেশন আয়োজন করেছে দেশে মোনাশ কলেজের একমাত্র অংশীদার ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)। ইউসিবি ক্যাম্পাসে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে জমজমাট এই আয়োজনে বিশ্বের শীর্ষ ৪০টি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায়, প্রকৌশল, ও তথ্য প্রযুক্তি বিষয়ে বিভিন্ন প্রোগ্রামে ভর্তি ও পড়াশোনা প্রসঙ্গে বিস্তারিত পরামর্শ ও দিকনির্দেশনা দান করে ইউসিবি। আয়োজনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউসিবি’র প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল। এছাড়াও ওরিয়েন্টেশনে বাংলাদেশে মোনাশ ইউনিভার্সিটি’র ইউনিভার্সিটি মার্কেটিং, অ্যাডমিশন, এন্ড কম্যুনিকেশনসের ইন-কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্ট আজরা করিম; এবং মোনাশ ইউনিভার্সিটি মালয়েশিয়া’র সিনিয়র এক্সিকিউটিভ, ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট এন্ড ডেভেলপমেন্ট, মার্কেটিং এন্ড ফিউচার স্টুডেন্টস ড্যানিয়েল লাম’এর বক্তব্য ও উপস্থাপনায় দেশের মেধাবী তরুণদের জন্য মোনাশ প্রোগ্রামে ভর্তির বিভিন্ন ইতিবাচক দিক ও উজ্জ্বল ক্যারিয়ার সম্ভাবনার বিষয়গুলো উঠে আসে। শিক্ষার্থীদের জন্য ভিন্ন ভিন্ন এমসিডি প্রোগ্রামের বিস্তারিত তথ্য আলোচনা করেন ড. সাদিয়া আফরিন। ইউসিবি’র ডেপুটি রেজিস্ট্রার শফিক ওয়ায়েস প্রাতিষ্ঠানিক নিয়মনীতি ও কার্যক্রম ব্যাখ্যা করেন। এছাড়াও, ইউসিবি’তে বিশ্বমানের শিক্ষাসুবিধার আওতায় পাঠদানের খুঁটিনাটি তুলে ধরেন প্রতিষ্ঠানের আইটি এক্সিকিউটিভ বিপ্লব পাল। ওরিয়েন্টেশনে আগত নতুন শিক্ষার্থীরা ইউসিবি’র বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে একটি এক্সপেরিয়েন্স সেশনে অংশগ্রহণের সুযোগ পান, যেখানে তারা বাংলাদেশে বসেই আন্তর্জাতিক কারিকুলামে পড়াশোনার অভিজ্ঞতা সম্পর্কে ধারণা লাভ করেন। রাজধানীর গুলশানে অবস্থিত ইউসিবি ক্যাম্পাসে প্রতিষ্ঠানটির কাউন্সেলিং ও সাপোর্ট, স্টুডেন্ট ক্লাব ও এর বিভিন্ন কার্যক্রম ইত্যাদি প্রসঙ্গে তথ্যপূর্ণ আলোচনার মাধ্যমে ওরিয়েন্টেশন আয়োজন সমাপ্ত হয়। ব্যবসায়, প্রকৌশল, ও তথ্য প্রযুক্তি বিষয়ে মোনাশ অস্ট্রেলিয়া বা মালয়েশিয়াতে পড়াশোনার ক্ষেত্রে এমসিডি প্রোগ্রাম কীভাবে শিক্ষার্থীদের ক্যারিয়ারে এক ধাপ এগিয়ে থাকতে সাহায্য করে – তা বিস্তারিত তুলে ধরেন প্রফেসর হিউ গিল ও সামিয়া ইসলাম। প্রফেসর হিউ’র বক্তব্যে ইউসিবি শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য বিভিন্ন বৃত্তি সুবিধার কথাও উঠে আসে। তিনি বলেন, ‘ইউসিবি’র অধীনে এমসিডি প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা ঢাকায় বসেই মোনাশে বিজনেস, ইঞ্জিনিয়ারিং, বা আইটি ডিগ্রি’র প্রথম বর্ষের শিক্ষা সম্পন্ন করতে পারবেন। আমরা তাদের জন্য অস্ট্রেলিয়ার সমমানের শিক্ষা সুবিধা নিশ্চিত করেছি, যার মাধ্যমে তারা একটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পথে স্বাচ্ছন্দ্যে এগিয়ে যেতে পারেন। এক বছরেরও কম সময়ে এমসিডি সম্পন্ন করে শিক্ষার্থীরা সরাসরি মোনাশ অস্ট্রেলিয়া বা মালয়েশিয়াতে ২য় বর্ষে পড়াশোনা আরম্ভ করতে পারবেন’। ইউসিবি’তে পড়াশোনার সর্বোচ্চ মান নিশ্চিতের পাশাপাশি আমরা শিক্ষার্থীদের জন্য সেরা পরিবেশ ও সার্বিকভাবে বেড়ে ওঠার সব সুবিধা নিশ্চিত করেছি, বলেন আজরা করিম। মোনাশের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আমরা প্রতিটি শিক্ষার্থীকে সেরা অ্যাকাডেমিক সাফল্য অর্জনে সহযোগিতা করে যাচ্ছি, আমাদের সর্বশেষ অ্যাসেসমেন্ট সাইকেলে শতভাগ পাসের হার যার প্রমাণ দেয়। মোনাশ ইউনিভার্সিটিসহ বিশ্বের নানা খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বিশ্বস্ত সহযোগী হিসেবে ইউসিবি অনন্য ভূমিকা রাখছে। এইচএসসি, এএস, এ লেভেলস ও সমমানের শিক্ষা সম্পন্নকারীরা মোনাশ এমসিডি প্রোগ্রামের আওতায় বৃত্তিসহ নানা সুবিধায় মোনাশে ব্যবসায়, প্রকৌশল, ও তথ্য প্রযুক্তি বিষয়ে ভর্তি হতে পারেন। এমসিডি’র মাধ্যমে দেশের সম্ভাবনাময় তরুণরা মোনাশ ইউনিভার্সিটির অধীনে নিজেদের পছন্দসই ডিগ্রিতে সরাসরি ২য় বর্ষ থেকে পড়াশোনা শুরু করতে পারবেন। Published in: Bhorerkagoj
উচ্চশিক্ষায় আগ্রহীদের স্বপ্নপূরণে সেরা পরামর্শ
চলতি বছরে মোনাশ কলেজ ডিপ্লোমা (এমসিডি) প্রোগ্রামের ৩য় ইনটেকের ওরিয়েন্টেশন আয়োজন করেছে দেশে মোনাশ কলেজের একমাত্র অংশীদার ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)। ইউসিবি ক্যাম্পাসেশিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে জমজমাট এই আয়োজনে বিশ্বের শীর্ষ ৪০টি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায়, প্রকৌশল, ও তথ্য প্রযুক্তি বিষয়ে বিভিন্ন প্রোগ্রামে ভর্তি ও পড়াশোনা প্রসঙ্গে বিস্তারিত পরামর্শ ও দিকনির্দেশনা দান করে ইউসিবি। আয়োজনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউসিবি’র প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল। এছাড়াও ওরিয়েন্টেশনে বাংলাদেশে মোনাশ ইউনিভার্সিটি’র ইউনিভার্সিটি মার্কেটিং, অ্যাডমিশন, এন্ড কম্যুনিকেশনসের ইন-কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্ট আজরা করিম; এবং মোনাশ ইউনিভার্সিটি মালয়েশিয়া’র সিনিয়র এক্সিকিউটিভ, ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট এন্ড ডেভেলপমেন্ট, মার্কেটিং এন্ড ফিউচার স্টুডেন্টস ড্যানিয়েল লাম’এর বক্তব্য ও উপস্থাপনায় দেশের মেধাবী তরুণদের জন্য মোনাশ প্রোগ্রামে ভর্তির বিভিন্ন ইতিবাচক দিক ও উজ্জ্বল ক্যারিয়ার সম্ভাবনার বিষয়গুলো উঠে আসে। শিক্ষার্থীদের জন্য ভিন্ন ভিন্ন এমসিডি প্রোগ্রামের বিস্তারিত তথ্য আলোচনা করেন ড. সাদিয়া আফরিন। ইউসিবি’র ডেপুটি রেজিস্ট্রার শফিক ওয়ায়েস প্রাতিষ্ঠানিক নিয়মনীতি ও কার্যক্রম ব্যাখ্যা করেন। এছাড়াও, ইউসিবি’তে বিশ্বমানের শিক্ষাসুবিধার আওতায় পাঠদানের খুঁটিনাটি তুলে ধরেন প্রতিষ্ঠানের আইটি এক্সিকিউটিভ বিপ্লব পাল। ওরিয়েন্টেশনে আগত নতুন শিক্ষার্থীরা ইউসিবি’র বর্তমান শিক্ষার্থীদের সাথে একটি এক্সপেরিয়েন্স সেশনে অংশগ্রহণের সুযোগ পান, যেখানে তারা বাংলাদেশে বসেই আন্তর্জাতিক কারিকুলামে পড়াশোনার অভিজ্ঞতা সম্পর্কে ধারণা লাভ করেন। রাজধানীর গুলশানে অবস্থিত ইউসিবি ক্যাম্পাসে প্রতিষ্ঠানটির কাউন্সেলিং ও সাপোর্ট, স্টুডেন্ট ক্লাব ও এর বিভিন্ন কার্যক্রম ইত্যাদি প্রসঙ্গে তথ্যপূর্ণ আলোচনার মাধ্যমে ওরিয়েন্টেশন আয়োজন সমাপ্ত হয়। ব্যবসায়, প্রকৌশল, ও তথ্য প্রযুক্তি বিষয়ে মোনাশ অস্ট্রেলিয়া বা মালয়েশিয়াতে পড়াশোনার ক্ষেত্রে এমসিডি প্রোগ্রাম কীভাবে শিক্ষার্থীদের ক্যারিয়ারে এক ধাপ এগিয়ে থাকতে সাহায্য করে – তা বিস্তারিত তুলে ধরেন প্রফেসর হিউ গিল ও সামিয়া ইসলাম। প্রফেসর হিউ’র বক্তব্যে ইউসিবি শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য বিভিন্ন বৃত্তি সুবিধার কথাও উঠে আসে। তিনি বলেন, “ইউসিবি’র অধীনে এমসিডি প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা ঢাকায় বসেই মোনাশে বিজনেস, ইঞ্জিনিয়ারিং, বা আইটি ডিগ্রি’র প্রথম বর্ষের শিক্ষা সম্পন্ন করতে পারবেন। আমরা তাদের জন্য অস্ট্রেলিয়ার সমমানের শিক্ষা সুবিধা নিশ্চিত করেছি, যার মাধ্যমে তারা একটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পথে স্বাচ্ছন্দ্যে এগিয়ে যেতে পারেন। এক বছরেরও কম সময়ে এমসিডি সম্পন্ন করে শিক্ষার্থীরা সরাসরি মোনাশ অস্ট্রেলিয়া বা মালয়েশিয়াতে ২য় বর্ষে পড়াশোনা আরম্ভ করতে পারবেন”। “ইউসিবি’তে পড়াশোনার সর্বোচ্চ মান নিশ্চিতের পাশাপাশি আমরা শিক্ষার্থীদের জন্য সেরা পরিবেশ ও সার্বিকভাবে বেড়ে ওঠার সকল সুবিধা নিশ্চিত করেছি”, বলেন আজরা করিম। “মোনাশের সাথে অংশীদারিত্বের মাধ্যমে আমরা প্রতিটি শিক্ষার্থীকে সেরা অ্যাকাডেমিক সাফল্য অর্জনে সহযোগিতা করে যাচ্ছি, আমাদের সর্বশেষ অ্যাসেসমেন্ট সাইকেলে শতভাগ পাসের হার যার প্রমাণ দেয়। মোনাশ ইউনিভার্সিটি সহ বিশ্বের নানা খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বিশ্বস্ত সহযোগী হিসেবে ইউসিবি অনন্য ভূমিকা রাখছে”। এইচএসসি, এএস, এ লেভেলস ও সমমানের শিক্ষা সম্পন্নকারীরা মোনাশ এমসিডি প্রোগ্রামের আওতায় বৃত্তি সহ নানা সুবিধায় মোনাশে ব্যবসায়, প্রকৌশল, ও তথ্য প্রযুক্তি বিষয়ে ভর্তি হতে পারেন। এমসিডি’র মাধ্যমে দেশের সম্ভাবনাময় তরুণরা মোনাশ ইউনিভার্সিটির অধীনে নিজেদের পছন্দসই ডিগ্রিতে সরাসরি ২য় বর্ষ থেকে পড়াশোনা শুরু করতে পারবেন। Published in: Janakatha
CORPORATE CORNER
Universal College Bangladesh, exclusive partner to Monash College in Bangladesh, hosts the orientation programme for this year’s 3rd intake of the Monash College Diploma programme recently. Published in: Daily-sun
Monash College Diploma’s 3rd intake orientation for this year held at UCB
Universal College Bangladesh (UCB), the exclusive partner to Monash College in Bangladesh, has recently hosted the orientation programme for this year’s 3rd Monash College Diploma (MCD) programme intake. It was standing room only as students and parents gathered at the UCB campus for the event. It gave them a comprehensive introduction to many exciting aspects of studying Business, Engineering and Information Technology programs from a world top 40 university. The orientation commenced with the welcoming remarks of Professor Hew Gill, President & Provost of UCB. Azra Karim, In-country Representative Bangladesh, International Student Recruitment, Monash University, University Marketing, Admissions, and Communications; and Daniel Lum, Senior Executive, International Recruitment & Development, Marketing and Future Students, Monash University, Malaysia, then made presentations explaining the many benefits and opportunities of the Monash programs. Dr Sadia Afreen, MCD Programs Coordinator, gave a thorough overview of the different MCD programs that the students would pursue. Shafik Waes, Deputy Registrar, explained key academic policies and procedures, and Biplab Paul, IT Executive, introduced students to the world-class systems provided at UCB. The new students also joined in an experience session to meet current students and learn what it is like to study an international curriculum in Bangladesh. The student orientation concluded with an in-depth session on Counselling & Support Services, Student Clubs, and the many activities at the UCB Gulshan campus. Prof. Hew Gill and Samia Salam conducted a parent orientation session. They explained how the MCD programs are a fast track to a range of Business, Engineering, and Information Technology degrees at Monash University in Australia or Malaysia. He also shared details of some of the exciting scholarship opportunities open to UCB students. He said, “MCD allows students to complete the first year of a Monash Business, Engineering or IT degree in Dhaka. The program serves as a bridge that connects students to a top university and gives UCB students the same quality of education they would in Australia. MCD takes less than a year and ensures students a seamless progression into their second year at Monash Australia or Malaysia.” Azra Karim of Monash University said, “UCB has rigorous academic standards, a supportive learning ecosystem, and a focus on holistic development. In partnership with Monash, UCB guides each student towards excellent academic results, with a 100% pass rate in the last assessment cycle. UCB is a world-class partner for success at Monash University and beyond.” The Monash MCD programs in Business, Engineering, and IT are open to students with HSC, AS, A Levels, and similar qualifications. Many scholarships are available. MCD allows local students to jump into the second year of their preferred undergraduate degree at Monash University. Published in: Tbsnews
বিশ্বমানের উচ্চশিক্ষায় আগ্রহীদের নিয়ে ইউসিবির ওরিয়েন্টেশন
চলতি বছর মোনাশ কলেজ ডিপ্লোমা (এমসিডি) প্রোগ্রামের ৩য় ইনটেকের ওরিয়েন্টেশন আয়োজন করেছে দেশে মোনাশ কলেজের একমাত্র অংশীদার ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)। ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন ইউসিবি’র প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল। এছাড়াও ওরিয়েন্টেশনে বাংলাদেশে মোনাশ ইউনিভার্সিটি’র ইউনিভার্সিটি মার্কেটিং, অ্যাডমিশন, এন্ড কম্যুনিকেশনসের ইন-কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্ট আজরা করিম; এবং মোনাশ ইউনিভার্সিটি মালয়েশিয়া’র সিনিয়র এক্সিকিউটিভ, ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট এন্ড ডেভেলপমেন্ট, মার্কেটিং এন্ড ফিউচার স্টুডেন্টস ড্যানিয়েল লামের বক্তব্য ও উপস্থাপনায় দেশের মেধাবী তরুণদের জন্য মোনাশ প্রোগ্রামে ভর্তির বিভিন্ন ইতিবাচক দিক ও উজ্জ্বল ক্যারিয়ার সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরা হয়। শিক্ষার্থীদের জন্য ভিন্ন ভিন্ন এমসিডি প্রোগ্রামের বিস্তারিত তথ্য আলোচনা করেন ড. সাদিয়া আফরিন। ইউসিবি’র ডেপুটি রেজিস্ট্রার শফিক ওয়ায়েস প্রাতিষ্ঠানিক নিয়মনীতি ও কার্যক্রম ব্যাখ্যা করেন। ইউসিবি’র প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল বলেন, ইউসিবি’র অধীনে এমসিডি প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা ঢাকায় বসেই মোনাশে বিজনেস, ইঞ্জিনিয়ারিং বা আইটি ডিগ্রি’র প্রথম বর্ষের শিক্ষা সম্পন্ন করতে পারবেন। আমরা তাদের জন্য অস্ট্রেলিয়ার সমমানের শিক্ষা সুবিধা নিশ্চিত করেছি, যার মাধ্যমে তারা একটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পথে স্বাচ্ছন্দ্যে এগিয়ে যেতে পারেন। এক বছরেরও কম সময়ে এমসিডি সম্পন্ন করে শিক্ষার্থীরা সরাসরি মোনাশ অস্ট্রেলিয়া বা মালয়েশিয়াতে ২য় বর্ষে পড়াশোনা আরম্ভ করতে পারবেন। তিনি আরও বলেন, মোনাশের সাথে অংশীদারিত্বের মাধ্যমে আমরা প্রতিটি শিক্ষার্থীকে সেরা একাডেমিক সাফল্য অর্জনে সহযোগিতা করে যাচ্ছি, আমাদের সর্বশেষ অ্যাসেসমেন্ট সাইকেলে শতভাগ পাসের হার যার প্রমাণ দেয়। মোনাশ ইউনিভার্সিটি সহ বিশ্বের নানা খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বিশ্বস্ত সহযোগী হিসেবে ইউসিবি অনন্য ভূমিকা রাখছে। এছাড়াও, ইউসিবি’তে বিশ্বমানের শিক্ষা সুবিধার আওতায় পাঠদানের খুঁটিনাটি তুলে ধরেন প্রতিষ্ঠানের আইটি এক্সিকিউটিভ বিপ্লব পাল। ওরিয়েন্টেশনে আসা নতুন শিক্ষার্থীরা ইউসিবি’র বর্তমান শিক্ষার্থীদের সাথে একটি এক্সপেরিয়েন্স সেশনে অংশগ্রহণের সুযোগ পান, যেখানে তারা বাংলাদেশে বসেই আন্তর্জাতিক কারিকুলামে পড়াশোনার অভিজ্ঞতা সম্পর্কে ধারণা পান। Published in: Banglaedition
বিশ্বমানের উচ্চশিক্ষায় আগ্রহী তরুণদের স্বপ্নপূরণে দিকনির্দেশনা দান
চলতি বছরে মোনাশ কলেজ ডিপ্লোমা (এমসিডি) প্রোগ্রামের ৩য় ইনটেকের ওরিয়েন্টেশন আয়োজন করেছে দেশে মোনাশ কলেজের একমাত্র অংশীদার ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)। ইউসিবি ক্যাম্পাসে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে জমজমাট এই আয়োজনে বিশ্বের শীর্ষ ৪০টি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায়, প্রকৌশল, ও তথ্য প্রযুক্তি বিষয়ে বিভিন্ন প্রোগ্রামে ভর্তি ও পড়াশোনা প্রসঙ্গে বিস্তারিত পরামর্শ ও দিকনির্দেশনা দান করে ইউসিবি। আয়োজনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউসিবি’র প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল। এছাড়াও ওরিয়েন্টেশনে বাংলাদেশে মোনাশ ইউনিভার্সিটি’র ইউনিভার্সিটি মার্কেটিং, অ্যাডমিশন, এন্ড কম্যুনিকেশনসের ইন-কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্ট আজরা করিম; এবং মোনাশ ইউনিভার্সিটি মালয়েশিয়া’র সিনিয়র এক্সিকিউটিভ, ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট এন্ড ডেভেলপমেন্ট, মার্কেটিং এন্ড ফিউচার স্টুডেন্টস ড্যানিয়েল লাম’এর বক্তব্য ও উপস্থাপনায় দেশের মেধাবী তরুণদের জন্য মোনাশ প্রোগ্রামে ভর্তির বিভিন্ন ইতিবাচক দিক ও উজ্জ্বল ক্যারিয়ার সম্ভাবনার বিষয়গুলো উঠে আসে। শিক্ষার্থীদের জন্য ভিন্ন ভিন্ন এমসিডি প্রোগ্রামের বিস্তারিত তথ্য আলোচনা করেন ড. সাদিয়া আফরিন। ইউসিবি’র ডেপুটি রেজিস্ট্রার শফিক ওয়ায়েস প্রাতিষ্ঠানিক নিয়মনীতি ও কার্যক্রম ব্যাখ্যা করেন। এছাড়াও, ইউসিবি’তে বিশ্বমানের শিক্ষাসুবিধার আওতায় পাঠদানের খুঁটিনাটি তুলে ধরেন প্রতিষ্ঠানের আইটি এক্সিকিউটিভ বিপ্লব পাল। ওরিয়েন্টেশনে আগত নতুন শিক্ষার্থীরা ইউসিবি’র বর্তমান শিক্ষার্থীদের সাথে একটি এক্সপেরিয়েন্স সেশনে অংশগ্রহণের সুযোগ পান, যেখানে তারা বাংলাদেশে বসেই আন্তর্জাতিক কারিকুলামে পড়াশোনার অভিজ্ঞতা সম্পর্কে ধারণা লাভ করেন। রাজধানীর গুলশানে অবস্থিত ইউসিবি ক্যাম্পাসে প্রতিষ্ঠানটির কাউন্সেলিং ও সাপোর্ট, স্টুডেন্ট ক্লাব ও এর বিভিন্ন কার্যক্রম ইত্যাদি প্রসঙ্গে তথ্যপূর্ণ আলোচনার মাধ্যমে ওরিয়েন্টেশন আয়োজন সমাপ্ত হয়। ব্যবসায়, প্রকৌশল, ও তথ্য প্রযুক্তি বিষয়ে মোনাশ অস্ট্রেলিয়া বা মালয়েশিয়াতে পড়াশোনার ক্ষেত্রে এমসিডি প্রোগ্রাম কীভাবে শিক্ষার্থীদের ক্যারিয়ারে এক ধাপ এগিয়ে থাকতে সাহায্য করে – তা বিস্তারিত তুলে ধরেন প্রফেসর হিউ গিল ও সামিয়া ইসলাম। প্রফেসর হিউ’র বক্তব্যে ইউসিবি শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য বিভিন্ন বৃত্তি সুবিধার কথাও উঠে আসে। তিনি বলেন, “ইউসিবি’র অধীনে এমসিডি প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা ঢাকায় বসেই মোনাশে বিজনেস, ইঞ্জিনিয়ারিং, বা আইটি ডিগ্রি’র প্রথম বর্ষের শিক্ষা সম্পন্ন করতে পারবেন। আমরা তাদের জন্য অস্ট্রেলিয়ার সমমানের শিক্ষা সুবিধা নিশ্চিত করেছি, যার মাধ্যমে তারা একটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পথে স্বাচ্ছন্দ্যে এগিয়ে যেতে পারেন। এক বছরেরও কম সময়ে এমসিডি সম্পন্ন করে শিক্ষার্থীরা সরাসরি মোনাশ অস্ট্রেলিয়া বা মালয়েশিয়াতে ২য় বর্ষে পড়াশোনা আরম্ভ করতে পারবেন”। “ইউসিবি’তে পড়াশোনার সর্বোচ্চ মান নিশ্চিতের পাশাপাশি আমরা শিক্ষার্থীদের জন্য সেরা পরিবেশ ও সার্বিকভাবে বেড়ে ওঠার সকল সুবিধা নিশ্চিত করেছি”, বলেন আজরা করিম। “মোনাশের সাথে অংশীদারিত্বের মাধ্যমে আমরা প্রতিটি শিক্ষার্থীকে সেরা অ্যাকাডেমিক সাফল্য অর্জনে সহযোগিতা করে যাচ্ছি, আমাদের সর্বশেষ অ্যাসেসমেন্ট সাইকেলে শতভাগ পাসের হার যার প্রমাণ দেয়। মোনাশ ইউনিভার্সিটি সহ বিশ্বের নানা খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বিশ্বস্ত সহযোগী হিসেবে ইউসিবি অনন্য ভূমিকা রাখছে”। এইচএসসি, এএস, এ লেভেলস ও সমমানের শিক্ষা সম্পন্নকারীরা মোনাশ এমসিডি প্রোগ্রামের আওতায় বৃত্তি সহ নানা সুবিধায় মোনাশে ব্যবসায়, প্রকৌশল, ও তথ্য প্রযুক্তি বিষয়ে ভর্তি হতে পারেন। এমসিডি’র মাধ্যমে দেশের সম্ভাবনাময় তরুণরা মোনাশ ইউনিভার্সিটির অধীনে নিজেদের পছন্দসই ডিগ্রিতে সরাসরি ২য় বর্ষ থেকে পড়াশোনা শুরু করতে পারবেন। Published in: Banglabazarpatrika
Monash College Diploma’s 3rd intake orientation for this year held at UCB
Universal College Bangladesh (UCB), the exclusive partner to Monash College in Bangladesh, has recently hosted the orientation program for this year’s 3rd intake of the Monash College Diploma (MCD) program. It was standing room only as students and parents gathered at the UCB campus for the event that provided them with a comprehensive introduction to many exciting aspects of studying Business, Engineering and Information Technology programs from a world top 40 university. The orientation commenced with the welcoming remarks of Professor Hew Gill, President & Provost of UCB. Azra Karim, In-country Representative Bangladesh, International Student Recruitment, Monash University, University Marketing, Admissions, and Communications; and Daniel Lum, Senior Executive, International Recruitment & Development, Marketing and Future Students, Monash University, Malaysia then made presentations explaining the many benefits and opportunities of the Monash programs. Dr Sadia Afreen, MCD Programs Coordinator, gave a thorough overview of the different MCD programs that would be pursued by the students. Shafik Waes, Deputy Registrar explained key academic policies and procedures, and Biplab Paul, IT Executive, introduced students to the world class systems provided at UCB. The new students also joined in an experience session to meet current students and learn what it is like to study an international curriculum in Bangladesh. The student orientation concluded with an in-depth session on Counselling & Support Services, Student Clubs, and the many activities that take place at the UCB Gulshan campus. Prof. Hew Gill and Samia Salam conducted a parent orientation session explaining how the MCD programs are a fast track for students to a range of Business, Engineering and Information Technology degrees at Monash University in Australia or Malaysia. Prof. Hew also shared details of some of the exciting scholarship opportunities open to UCB students. He said, “MCD allows students to complete the first year of a Monash Business, Engineering or IT degree in Dhaka. The program serves as a bridge that connects students to a top university, and that gives UCB students the same quality of education they would in Australia. MCD takes less than a year and ensures students a seamless progression into their second year at Monash Australia or Malaysia.” Azra Karim of Monash University said, “UCB has rigorous academic standards, a supportive learning ecosystem, and a focus on holistic development. In partnership with Monash, UCB guides each student towards excellent academic results with a 100% pass rate in the last assessment cycle. UCB is a world topping partner for success at Monash University and beyond”. The Monash MCD programs in Business, Engineering and IT are open to students with HSC, AS, A Levels and similar qualifications, with many scholarships available. MCD allows local students to jump into the second year of their preferred undergraduate degree at Monash University. Published in: Thestatement24
বিশ্বমানের উচ্চশিক্ষায় আগ্রহী তরুণদের স্বপ্নপূরণে দিকনির্দেশনা দান
চলতি বছরে মোনাশ কলেজ ডিপ্লোমা (এমসিডি) প্রোগ্রামের ৩য় ইনটেকের ওরিয়েন্টেশন আয়োজন করেছে দেশে মোনাশ কলেজের একমাত্র অংশীদার ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)। ইউসিবি ক্যাম্পাসে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে জমজমাট এই আয়োজনে বিশ্বের শীর্ষ ৪০টি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায়, প্রকৌশল, ও তথ্য প্রযুক্তি বিষয়ে বিভিন্ন প্রোগ্রামে ভর্তি ও পড়াশোনা প্রসঙ্গে বিস্তারিত পরামর্শ ও দিকনির্দেশনা দান করে ইউসিবি। আয়োজনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউসিবি’র প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল। এছাড়াও ওরিয়েন্টেশনে বাংলাদেশে মোনাশ ইউনিভার্সিটি’র ইউনিভার্সিটি মার্কেটিং, অ্যাডমিশন, এন্ড কম্যুনিকেশনসের ইন-কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্ট আজরা করিম; এবং মোনাশ ইউনিভার্সিটি মালয়েশিয়া’র সিনিয়র এক্সিকিউটিভ, ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট এন্ড ডেভেলপমেন্ট, মার্কেটিং এন্ড ফিউচার স্টুডেন্টস ড্যানিয়েল লাম’এর বক্তব্য ও উপস্থাপনায় দেশের মেধাবী তরুণদের জন্য মোনাশ প্রোগ্রামে ভর্তির বিভিন্ন ইতিবাচক দিক ও উজ্জ্বল ক্যারিয়ার সম্ভাবনার বিষয়গুলো উঠে আসে। শিক্ষার্থীদের জন্য ভিন্ন ভিন্ন এমসিডি প্রোগ্রামের বিস্তারিত তথ্য আলোচনা করেন ড. সাদিয়া আফরিন। ইউসিবি’র ডেপুটি রেজিস্ট্রার শফিক ওয়ায়েস প্রাতিষ্ঠানিক নিয়মনীতি ও কার্যক্রম ব্যাখ্যা করেন। এছাড়াও, ইউসিবি’তে বিশ্বমানের শিক্ষাসুবিধার আওতায় পাঠদানের খুঁটিনাটি তুলে ধরেন প্রতিষ্ঠানের আইটি এক্সিকিউটিভ বিপ্লব পাল। ওরিয়েন্টেশনে আগত নতুন শিক্ষার্থীরা ইউসিবি’র বর্তমান শিক্ষার্থীদের সাথে একটি এক্সপেরিয়েন্স সেশনে অংশগ্রহণের সুযোগ পান, যেখানে তারা বাংলাদেশে বসেই আন্তর্জাতিক কারিকুলামে পড়াশোনার অভিজ্ঞতা সম্পর্কে ধারণা লাভ করেন। রাজধানীর গুলশানে অবস্থিত ইউসিবি ক্যাম্পাসে প্রতিষ্ঠানটির কাউন্সেলিং ও সাপোর্ট, স্টুডেন্ট ক্লাব ও এর বিভিন্ন কার্যক্রম ইত্যাদি প্রসঙ্গে তথ্যপূর্ণ আলোচনার মাধ্যমে ওরিয়েন্টেশন আয়োজন সমাপ্ত হয়। ব্যবসায়, প্রকৌশল, ও তথ্য প্রযুক্তি বিষয়ে মোনাশ অস্ট্রেলিয়া বা মালয়েশিয়াতে পড়াশোনার ক্ষেত্রে এমসিডি প্রোগ্রাম কীভাবে শিক্ষার্থীদের ক্যারিয়ারে এক ধাপ এগিয়ে থাকতে সাহায্য করে – তা বিস্তারিত তুলে ধরেন প্রফেসর হিউ গিল ও সামিয়া ইসলাম। প্রফেসর হিউ’র বক্তব্যে ইউসিবি শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য বিভিন্ন বৃত্তি সুবিধার কথাও উঠে আসে। তিনি বলেন, “ইউসিবি’র অধীনে এমসিডি প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা ঢাকায় বসেই মোনাশে বিজনেস, ইঞ্জিনিয়ারিং, বা আইটি ডিগ্রি’র প্রথম বর্ষের শিক্ষা সম্পন্ন করতে পারবেন। আমরা তাদের জন্য অস্ট্রেলিয়ার সমমানের শিক্ষা সুবিধা নিশ্চিত করেছি, যার মাধ্যমে তারা একটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পথে স্বাচ্ছন্দ্যে এগিয়ে যেতে পারেন। এক বছরেরও কম সময়ে এমসিডি সম্পন্ন করে শিক্ষার্থীরা সরাসরি মোনাশ অস্ট্রেলিয়া বা মালয়েশিয়াতে ২য় বর্ষে পড়াশোনা আরম্ভ করতে পারবেন”। “ইউসিবি’তে পড়াশোনার সর্বোচ্চ মান নিশ্চিতের পাশাপাশি আমরা শিক্ষার্থীদের জন্য সেরা পরিবেশ ও সার্বিকভাবে বেড়ে ওঠার সকল সুবিধা নিশ্চিত করেছি”, বলেন আজরা করিম। “মোনাশের সাথে অংশীদারিত্বের মাধ্যমে আমরা প্রতিটি শিক্ষার্থীকে সেরা অ্যাকাডেমিক সাফল্য অর্জনে সহযোগিতা করে যাচ্ছি, আমাদের সর্বশেষ অ্যাসেসমেন্ট সাইকেলে শতভাগ পাসের হার যার প্রমাণ দেয়। মোনাশ ইউনিভার্সিটি সহ বিশ্বের নানা খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বিশ্বস্ত সহযোগী হিসেবে ইউসিবি অনন্য ভূমিকা রাখছে”। এইচএসসি, এএস, এ লেভেলস ও সমমানের শিক্ষা সম্পন্নকারীরা মোনাশ এমসিডি প্রোগ্রামের আওতায় বৃত্তি সহ নানা সুবিধায় মোনাশে ব্যবসায়, প্রকৌশল, ও তথ্য প্রযুক্তি বিষয়ে ভর্তি হতে পারেন। এমসিডি’র মাধ্যমে দেশের সম্ভাবনাময় তরুণরা মোনাশ ইউনিভার্সিটির অধীনে নিজেদের পছন্দসই ডিগ্রিতে সরাসরি ২য় বর্ষ থেকে পড়াশোনা শুরু করতে পারবেন। Published in: Sangbadsarabela
বিশ্বমানের উচ্চশিক্ষায় আগ্রহীদের নিয়ে ইউসিবির ওরিয়েন্টেশন
চলতি বছরে মোনাশ কলেজ ডিপ্লোমা (এমসিডি) প্রোগ্রামের ৩য় ইনটেকের ওরিয়েন্টেশন আয়োজন করেছে দেশে মোনাশ কলেজের একমাত্র অংশীদার ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)। ওরিয়েন্টেশনে বিশ্বের শীর্ষ ৪০টি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায়, প্রকৌশল, ও তথ্য প্রযুক্তি বিষয়ে বিভিন্ন প্রোগ্রামে ভর্তি ও পড়াশোনা প্রসঙ্গে বিস্তারিত পরামর্শ ও দিকনির্দেশনা দান করে ইউসিবি। ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন ইউসিবি’র প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল। এছাড়াও ওরিয়েন্টেশনে বাংলাদেশে মোনাশ ইউনিভার্সিটি’র ইউনিভার্সিটি মার্কেটিং, অ্যাডমিশন, এন্ড কম্যুনিকেশনসের ইন-কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্ট আজরা করিম; এবং মোনাশ ইউনিভার্সিটি মালয়েশিয়া’র সিনিয়র এক্সিকিউটিভ, ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট এন্ড ডেভেলপমেন্ট, মার্কেটিং এন্ড ফিউচার স্টুডেন্টস ড্যানিয়েল লাম’এর বক্তব্য ও উপস্থাপনায় দেশের মেধাবী তরুণদের জন্য মোনাশ প্রোগ্রামে ভর্তির বিভিন্ন ইতিবাচক দিক ও উজ্জ্বল ক্যারিয়ার সম্ভাবনার বিষয়গুলো উঠে আসে। শিক্ষার্থীদের জন্য ভিন্ন ভিন্ন এমসিডি প্রোগ্রামের বিস্তারিত তথ্য আলোচনা করেন ড. সাদিয়া আফরিন। ইউসিবি’র ডেপুটি রেজিস্ট্রার শফিক ওয়ায়েস প্রাতিষ্ঠানিক নিয়মনীতি ও কার্যক্রম ব্যাখ্যা করেন। এছাড়াও, ইউসিবি’তে বিশ্বমানের শিক্ষাসুবিধার আওতায় পাঠদানের খুঁটিনাটি তুলে ধরেন প্রতিষ্ঠানের আইটি এক্সিকিউটিভ বিপ্লব পাল। ওরিয়েন্টেশনে আসা নতুন শিক্ষার্থীরা ইউসিবি’র বর্তমান শিক্ষার্থীদের সাথে একটি এক্সপেরিয়েন্স সেশনে অংশগ্রহণের সুযোগ পান, যেখানে তারা বাংলাদেশে বসেই আন্তর্জাতিক কারিকুলামে পড়াশোনার অভিজ্ঞতা সম্পর্কে ধারণা পান। ইউসিবি’র প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল বলেন, “ইউসিবি’র অধীনে এমসিডি প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা ঢাকায় বসেই মোনাশে বিজনেস, ইঞ্জিনিয়ারিং, বা আইটি ডিগ্রি’র প্রথম বর্ষের শিক্ষা সম্পন্ন করতে পারবেন। আমরা তাদের জন্য অস্ট্রেলিয়ার সমমানের শিক্ষা সুবিধা নিশ্চিত করেছি, যার মাধ্যমে তারা একটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পথে স্বাচ্ছন্দ্যে এগিয়ে যেতে পারেন। এক বছরেরও কম সময়ে এমসিডি সম্পন্ন করে শিক্ষার্থীরা সরাসরি মোনাশ অস্ট্রেলিয়া বা মালয়েশিয়াতে ২য় বর্ষে পড়াশোনা আরম্ভ করতে পারবেন”। তিনি আরও বলেন, “মোনাশের সাথে অংশীদারিত্বের মাধ্যমে আমরা প্রতিটি শিক্ষার্থীকে সেরা একাডেমিক সাফল্য অর্জনে সহযোগিতা করে যাচ্ছি, আমাদের সর্বশেষ অ্যাসেসমেন্ট সাইকেলে শতভাগ পাসের হার যার প্রমাণ দেয়। মোনাশ ইউনিভার্সিটি সহ বিশ্বের নানা খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বিশ্বস্ত সহযোগী হিসেবে ইউসিবি অনন্য ভূমিকা রাখছে”। Published in: Ittefaq