শিক্ষার্থীদের সমৃদ্ধ ক্যারিয়ার গঠনে সহযোগিতার লক্ষ্যে বেসরকারি ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসি’র (ইবিএল) সাথে বিশেষ অংশীদারিত্ব সম্পন্ন করেছে দেশের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক শিক্ষাদানকারী প্রতিষ্ঠান ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)। মেধাবী শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে অ্যাকাডেমিয়া ও ইন্ডাস্ট্রির ব্যবধান কমিয়ে আনার লক্ষ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে দুই প্রতিষ্ঠান।
পড়াশোনা শেষে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান অর্জন ও প্রয়োগের ক্ষেত্র তৈরির সুবিধার্থে গত কয়েক মাসে দেশের বেশকিছু স্বনামধন্য প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব স্থাপনের উদ্যোগ গ্রহণ করে ইউসিবি। এর ধারাবাহিকতায় গত ৮ সেপ্টেম্বর তারিখে রাজধানীতে ইউসিবি’র ক্যাম্পাসে ইউসিবি-ইবিএল সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন এসটিএস গ্রুপের সিইও মানাস সিং ও ইস্টার্ন ব্যাংক পিএলসি’র ডিএমডি ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম খোরশেদ আনোয়ার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইবিএল’এর হেড অব বিজনেস, রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং সৈয়দ জুলকার নায়ীন; হেড অব পেরোল ব্যাংকিং তৃষা তাকলিম; ইউসিবি’র চিফ অপারেটিং অফিসার কিংশুক গুপ্ত; এসটিএস ক্যাপিটাল লিমিটেডের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এস এম রাহমাতুল মুজিব, এফসিএ; হেড অব ফাইন্যান্স মুস্তাফা ওয়াকি চৌধুরী, এফসিএ; এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এস এম রিসালাত রহমানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।
অংশীদার প্রতিষ্ঠানগুলোতে বিশেষ প্লেসমেন্ট ও ইন্টার্নশিপের সুযোগ তৈরির মাধ্যমে ইউসিবি শিক্ষার্থীদের ক্যারিয়ার আরো সমৃদ্ধ করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়। ইবিএলে’র অধীনে বিভিন্ন প্রশিক্ষণ, নলেজ-শেয়ারিং সেশন, গেস্ট লেকচার, ক্যারিয়ার গাইডেন্স ও মেন্টরিং সেশনে অংশ নিতে পারবেন শিক্ষার্থীরা। এই অংশীদারিত্ব অ্যাকাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে সহযোগিতার গুরুত্ব তুলে ধরে। একইসাথে এটি শিক্ষার্থীদের জন্য এই খাতের সেরা রিসোর্স ও নেটওয়ার্কিং সুবিধার মাধ্যমে নিজেদের গড়ে তোলার সুযোগ তৈরি করবে। হাতে-কলমে প্রশিক্ষণ, বাস্তব সমস্যার সমাধান এবং প্রতিযোগিতামূলক চাকরির বাজারের প্রয়োজনের সাথে মিল রেখে যথাযথ দিকনির্দেশনা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক যাত্রায় নতুন মাত্রা যুক্ত হবে।
অংশীদারিত্বের বিষয়ে নিজের আশাবাদ ব্যক্ত করে এসটিএস গ্রুপের সিইও মানাস সিং বলেন, ‘স্থানীয় ব্যাংকিং খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি’র সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত। ইউসিবি’তে আমরা দেশের পরবর্তী প্রজন্মের ইন্ডাস্ট্রি লিডারদের গড়ে তুলতে চাই। এই অংশীদারিত্বের মাধ্যমে ছাত্রছাত্রীদের শিক্ষাগত অভিজ্ঞতা আরো সমৃদ্ধ হবে এবং খাত-সম্পর্কিত বাস্তবতার বিভিন্ন দিক উঠে আসবে, যা আমাদের শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যৎ গঠনে কার্যকর ভূমিকা রাখবে’।
ইস্টার্ন ব্যাংক পিএলসি’র ডিএমডি ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম খোরশেদ আনোয়ার বলেন, ‘ইউসিবি’র মেধাবী শিক্ষার্থীদের পেয়ে আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়া’র এই সমন্বয় দেশের আর্থিক ও কর্পোরেট খাতে শিক্ষার্থীদের সমৃদ্ধ ক্যারিয়ার গঠনে সহায়ক ভূমিকা রাখবে। আমরা তাদের প্রয়োজনীয় সকল জ্ঞানে দক্ষ করে তুলতে চাই, যেন তারা কর্মজীবনের বাস্তবতার সাথে খাপ খাইয়ে নিতে পারেন। এটি দক্ষ মানবসম্পদ হিসেবে তাদেরকে আরো প্রস্তুত করে তুলবে বলে আমরা আশাবাদী’।
দেশের সম্ভাবনাময় তরুণ শিক্ষার্থীদের জন্য ও লেভেল/এএস লেভেল/এ লেভেল/এইচএসসি পাসের পর মোনাশ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লন্ডন–এলএসই, ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার-সহ দেশের বাইরের অন্যান্য বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষাগ্রহণের সুযোগ তৈরি করছে ইউসিবি। প্রতিষ্ঠানটির অধীনে বাংলাদেশে পরিচালিত আন্তর্জাতিক প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা বৈশ্বিক অংশীদারদের সাথে একই কারিকুলামে পড়াশোনার সুযোগ পান। ইউসিবির কারণে বাংলাদেশি শিক্ষার্থীরা এখন অত্যন্ত সাশ্রয়ী টিউশন ফি-তে আন্তর্জাতিক উচ্চশিক্ষার অনন্য সুযোগ পাচ্ছেন।
Published in: Asiantvonline