একুশ শতকের পৃথিবীতে একটি জাতি যদি ভবিষ্যতে চোখ রেখে নিজেদের প্রস্তুত করতে চায়, তাহলে উন্নত মানবসম্পদের কোনো বিকল্প নেই। আজ আন্তর্জাতিক শিক্ষা দিবসে এ কথা বলাই যায়, বাংলাদেশে যাঁরা শিক্ষা খাত নিয়ে কাজ করেন, এ দেশের বিপুল জনসংখ্যাকে সম্পদে রূপান্তর করাই হওয়া উচিত তাঁদের অগ্রাধিকার। তরুণদের বৈশ্বিক মানসম্পন্ন শিক্ষাদানের মাধ্যমেই এই লক্ষ্য অর্জন সম্ভব।
বাংলাদেশে ১৫ থেকে ২৯ বছর বয়সীদের সংখ্যা দেশের মোট জনসংখ্যার ২৮ শতাংশ। তাঁরাই তো দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান চালিকাশক্তি, তাঁদের মধ্যেই লুকিয়ে আছে অমিত সম্ভাবনা। এই তরুণদের কাজে লাগাতে হলে শিক্ষার মানের ক্ষেত্রে সারা বিশ্বের সঙ্গে তাল মেলানো খুব জরুরি। তাই শিক্ষায় বিনিয়োগ হতে হবে কৌশলগত। শুধু শিক্ষাগত দক্ষতা অর্জনে জোর দিলেই চলবে না, বরং প্রত্যেক শিক্ষার্থীর ব্যক্তিগত উন্নয়নের প্রতিও নজর দিতে হবে।
প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে হলে কারিগরি প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের গুরুত্ব সবচেয়ে বেশি। প্রগতিশীল বাজারের চাহিদার সঙ্গে তাল মেলাতে হলে তাই তরুণদের শুধু একাডেমিক দক্ষতা থাকলেই হবে না, ব্যবহারিক দক্ষতাও অর্জন করতে হবে। এতে শুধু চা …
Published in: 24onbd