বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অ্যাকাউন্টিং, বিজনেস, ইকোনমিক্স, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স ও সোশ্যাল সায়েন্সে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা ও সেরা ডিগ্রি অর্জনের সুবিধার্থে স্বনামধন্য লন্ডন স্কুল অব ইকোনমিক্সের সঙ্গে অংশীদারিত্ব সম্পন্ন করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ইউসিবি গুলশানে নিজ ক্যাম্পাসে দিনব্যাপী ‘ওপেন ডে’র আয়োজন করে। এতে শিক্ষার্থীরা ইউসিবির অধীনে ইউনিভার্সিটি অব লন্ডনের (ইউওএল) বিভিন্ন ডিগ্রি প্রসঙ্গে বিস্তারিত তথ্য জানতে পারেন।
অনুষ্ঠানে লন্ডন স্কুল অব ইকোনমিক্সের স্ট্যাটিসটিক্সের অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসোসিয়েট ইন্টারন্যাশনাল ডিরেক্টর ড. জেমস অ্যাবডি উপস্থিত ছিলেন।
ওপেন ডে প্রোগ্রামে এলএসই কারিকুলামের বিশেষত্ব নিয়ে তথ্যবহুল আলোচনা করেন প্রধান অতিথি ড. অ্যাবডি। ইউনিভার্সিটি অফ লন্ডনের ডিগ্রি কীভাবে শিক্ষার্থীদের ক্যারিয়ারকে সমৃদ্ধ করে তুলতে পারে, এ বিষয়ে তিনি বিস্তারিত জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসটিএস গ্রুপ সিইও মানাস সিং; ইউসিবির প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল; ডিন অফ অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স প্রফেসর মুহাম্মদ ইসমাইল হোসেন; এবং চিফ অপারেটিং অফিসার কিংশুক গুপ্ত।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশি শিক্ষার্থীদের ক্যারিয়ারে সাফল্য অর্জনে আন্তর্জাতিক শিক্ষার গুরুত্ব ও ইতিবাচক প্রভাব প্রসঙ্গে বক্তব্য রাখেন প্রফেসর হিউ গিল। এরপর ইউসিবিতে শিক্ষার্থীদের সেরা সাফল্যের জন্য এলএসই কীভাবে নিজস্ব কারিকুলাম প্রস্তুত করে থাকে, এ বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন ড. জেমস অ্যাবডি।
ইউসিবি প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল বলেন, ‘ইউসিবিতে আমরা এলএসই স্বীকৃত শিক্ষকদের দ্বারা এলএসই প্রণীত ডিগ্রি’র শিক্ষাদান করে থাকি, যার মাধ্যমে শিক্ষার্থীরা ক্যারিয়ারে সেরা সাফল্য অর্জনের পথে এগিয়ে থাকেন’।
Published in: Dhakamail