বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একাউন্টিং, বিজনেস, ইকোনমিক্স, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স ও সোশ্যাল সায়েন্সে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা ও সেরা ডিগ্রি অর্জনের সুবিধার্থে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের সঙ্গে অংশীদারিত্ব সম্পন্ন করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)।
প্রতিষ্ঠানটি সম্প্রতি গুলশানে তাদের ক্যাম্পাসে একটি “ওপেন ডে” অনুষ্ঠানের আয়োজন করে। যেখানে শিক্ষার্থীরা ইউসিবি’র অধীনে ইউনিভার্সিটি অফ লন্ডন (ইউওএল)’এর বিভিন্ন ডিগ্রি অধ্যয়ন প্রসঙ্গে বিস্তারিত তথ্য জানতে পারেন। আয়োজনে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের স্ট্যাটিসটিক্সের অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসোসিয়েট ইন্টারন্যাশনাল ডিরেক্টর ড. জেমস অ্যাবডি উপস্থিত ছিলেন।
ওপেন ডে প্রোগ্রামে এলএসই কারিকুলামের বিশেষত্ব নিয়ে তথ্যবহুল আলোচনা করেন প্রধান অতিথি ড. অ্যাবডি। ইউনিভার্সিটি অফ লন্ডনের ডিগ্রি কীভাবে শিক্ষার্থীদের ক্যারিয়ারকে সমৃদ্ধ করে তুলতে পারে, এ বিষয়ে তিনি বিস্তারিত জানান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসটিএস গ্রুপ সিইও মানাস সিং; ইউসিবি’র প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল; ডিন অফ অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স প্রফেসর মুহাম্মদ ইসমাইল হোসেন; এবং চিফ অপারেটিং অফিসার কিংশুক গুপ্ত।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশি শিক্ষার্থীদের ক্যারিয়ারে সাফল্য অর্জনে আন্তর্জাতিক শিক্ষার গুরুত্ব ও ইতিবাচক প্রভাব প্রসঙ্গে বক্তব্য রাখেন প্রফেসর হিউ গিল।
Published in: Protidinerbangladesh