Chat with a Student

ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ ক্যাম্পাসে আয়োজিত হল মোনাশ ওপেন ডে

Published – C News  Date – August 26,2023

বাংলাদেশে মোনাশ কলেজের একমাত্র অংশীদার ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি) গত ২৪ আগস্ট, ২০২৩ তারিখে ‘মোনাশ ওপেন ডে’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করেছে। রাজধানীর গুলশানে অবস্থিত কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন অসংখ্য তরুণ শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ। মূলত দেশের বাইরে উন্নত মানসম্পন্ন উচ্চশিক্ষা অর্জনে আগ্রহী শিক্ষার্থীদের বিভিন্ন পরামর্শ ও করণীয় প্রসঙ্গে তথ্য ও দিকনির্দেশনা দিয়ে সহায়তার লক্ষ্যে এই আয়োজন করে ইউসিবি।

মোনাশ ওপেন ডে’র আয়োজনে শিক্ষার্থীদেরকে ইউসিবি পরিচালিত মোনাশ প্রোগ্রামগুলো সম্পর্কে ধারণা দেয়া হয়, এবং কিভাবে শিক্ষার্থীরা অস্ট্রেলিয়া বা মালয়েশিয়াতে অবস্থিত মোনাশ ইউনিভার্সিটিতে পড়তে পারবেন, সে প্রসঙ্গে আলোচনা করা হয়। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং অনুযায়ী মোনাশ ইউনিভার্সিটি বর্তমানে বিশ্বে ৪২ তম অবস্থানে রয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির ক্ষেত্রে কঠিন প্রতিযোগিতা মোকাবেলা করেন। ইউসিবি বাংলাদেশে শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত একমাত্র ইন্টারন্যাশনাল এডুকেশন প্রোভাইডার, যেটি ও লেভেলস, এএস লেভেলস, এ লেভেলস অথবা এইচএসসি সম্পন্ন করা শিক্ষার্থীদের জন্য মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এমইউএফওয়াই), মোনাশ ইউনিভার্সিটি পাথওয়ে (এমসিডি)-সহ অন্যান্য শীর্ষ মানের এডুকেশনাল প্রোগ্রামে যুক্ত হওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করছে। ঢাকায় অবস্থিত ইউসিবি থেকে মোনাশ ইউনিভার্সিটি পাথওয়ে প্রোগ্রাম সম্পন্ন করা শিক্ষার্থীরা মেলবোর্ন বা মালয়েশিয়াতে অবস্থিত মোনাশ ইউনিভার্সিটির প্রোগ্রামে সরাসরি যুক্ত হতে পারবেন।

ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর ড. হিউ গিল অনুষ্ঠানে মোনাশ ইউনিভার্সিটি থেকে আগত বিশিষ্ট অথিতিদের স্বাগতম জানান। সম্মানিত উপস্থিতিদের মধ্যে ছিলেন মোনাশ ইউনিভার্সিটির দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার প্রধান আলফোনসা পাকিয়াম; বাংলাদেশ এবং বিশেষ প্রকল্পের টিম লিডার আশা বালাজি; ড্যানিয়েল লাম, সিনিয়র এক্সিকিউটিভ, ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট এন্ড ডেভেলপমেন্ট, মোনাশ ইউনিভার্সিটি মালয়েশিয়া; এবং বাংলাদেশের স্থানীয় প্রতিনিধি আজরা করিম। মোনাশের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন রব সিওফি, আর্টস, মানবিক ও সমাজ বিজ্ঞান; ডার্মট ম্যাকগ্রা, তথ্যপ্রযুক্তি; জাস্টিন বার্নেল, মেডিসিন, নার্সিং এবং হেলথ সায়েন্স; গিয়েরমো লেগুইজামন, বিজ্ঞান; এবং প্যাট্রিক সু, ব্যবসায় শিক্ষা। তাদের সাথে ছিলেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্ট (আইএসআর) দলের সহকর্মীবৃন্দ।

মোনাশ ইউনিভার্সিটির দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার প্রধান আলফোনসা পাকিয়াম বলেন, “নিজ পছন্দের এবং আগ্রহের বিষয় নিয়ে সফল ক্যারিয়ার গড়ার সুযোগ পাওয়া প্রতিটি তরুণের অধিকার। শিক্ষার্থীদের স্বপ্ন এবং চাকুরি বাজারের কঠিন বাস্তবতার মাঝে প্রায়শই যে ব্যবধান রয়ে যায়, তা পূরণ করার লক্ষ্যে আমরা এই আয়োজনে যোগ দিয়েছি। মোনাশ ওপেন ডে’র আয়োজনে অংশ নেয়া অসংখ্য তরুণের অনুপ্রাণিত মুখ আজ আমাদেরকেও গভীর অনুপ্রেরণা দিয়েছে। বাংলাদেশে এমন চমৎকার আয়োজনগুলো অব্যাহত রাখার জন্য ইউসিবিকে অসংখ্য ধন্যবাদ”।

ইউসিবি’র প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর ড. হিউ গিল বলেন, “আন্তর্জাতিক ইউনিভার্সিটি প্রোগ্রাম পরিচালনার জন্য বাংলাদেশে শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমাদের উদ্দেশ্য হল দেশের শিক্ষার্থীদের জন্য মানসম্পন্ন ও ব্যয়সাশ্রয়ী উচ্চ শিক্ষার সুযোগ তৈরি করা। মোনাশের সাথে অংশীদারীত্বের মাধ্যমে ইউসিবি বাংলাদেশে মানবসম্পদের দক্ষতা বিকাশে কাজ করছে, যা দেশকে আগামী কয়েক বছরের মধ্যে একটি উচ্চ-মধ্যম আয়ের দেশ হতে সক্ষম করবে। আমাদের জাতীয় পাঠ্যক্রমের শিক্ষার্থী এবং আন্তর্জাতিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রোগ্রাম রয়েছে, এবং আমরা প্রত্যেক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জন্য ন্যায্য মূল্যে সর্বোচ্চ মানের শিক্ষাগত অভিজ্ঞতা নিশ্চিতের চেষ্টা করি। মোনাশ ইউনিভার্সিটিতে ভর্তির সহযোগী হিসেবে আমরা শিক্ষার্থীদের সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটাই এবং তাদেরকে প্রাতিষ্ঠানিক সাফল্যের জন্য প্রস্তুত করে তুলি, যার মাধ্যমে তারা পরবর্তীতে দক্ষ এবং আর্থিকভাবে স্বচ্ছল পেশাদার হিসেবে ক্যারিয়ার গড়তে সক্ষম হয়। আশা করছি, মোনাশ ওপেন ডে’র আয়োজনটি আরও তরুণ বাংলাদেশি শিক্ষার্থীদের ঢাকায় অবস্থিত ইউসিবি’র মাধ্যমে মোনাশের পথে যাত্রায় অনুপ্রাণিত করেছে”।

অনুষ্ঠানে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা মোনাশ ইউনিভার্সিটি মালয়েশিয়ার অভিজ্ঞ অনুষদ সদস্যদের সাথে দেখা করার এবং মোনাশ প্রোগ্রামে অধ্যয়নের ব্যপারে বিভিন্ন প্রশ্নের উত্তর জানার সুযোগ লাভ করেন। অনুষদ সদস্যরা শিক্ষার্থীদের সেরা উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে অভিজ্ঞ পরামর্শ দেন, বিভিন্ন এডুকেশন পাথওয়ে সম্পর্কে ধারণা প্রদান করেন এবং ইউসিবি’তে মোনাশ প্রোগ্রামের অধীনে বিভিন্ন ডিগ্রি নেয়ার সুযোগ সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি, অনুষদ সদস্যরা ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, যা অনুষ্ঠানটিকে শিক্ষার্থীদের জন্য তথ্যপূর্ণ ও তাদের শিক্ষার প্রতিটি ধাপে সহায়ক করে তোলে। দর্শনার্থী শিক্ষার্থীদের জন্য মোনাশ ওপেন ডে ইউসিবি’র অত্যাধুনিক ক্যাম্পাস ঘুরে দেখার এবং অস্ট্রেলিয়ার কোর্সগুলো কীভাবে রূপান্তরমূলক দক্ষতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করে তা সম্পর্কে ধারণা পেতে মোনাশ প্রোগ্রামের শিক্ষার্থীদের সাথে কথা বলার সুযোগ করে দেয়। এর পাশাপাশি, ইউসিবি এর সহযোগী প্রতিষ্ঠান এডুকো পাথওয়ের জন্য একটি ইনফরমেশন ডেস্কেরও ব্যবস্থা করে, যেনো অংশগ্রহণকারীরা গুলশান ক্যাম্পাস থেকে মেলবোর্ন অথবা মালয়েশিয়ায় কীভাবে পড়তে যাবেন, সে সম্পর্কে জানতে পারেন।

অনুষ্ঠানে ডিন অব অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স অধ্যাপক ড. ইসমাইল হোসেন বলেন, “ইউসিবি’তে শিক্ষার্থীরা এমইউএফওয়াই ও এমসিডি’র মতো মোনাশ ইউনিভার্সিটি পাথওয়ে প্রোগ্রামগুলোতে অধ্যয়নের এবং মোনাশ ইউনিভার্সিটি মালয়েশিয়া বা মেলবোর্নে তাদের ডিগ্রি অর্জনের পূর্বে দেশে বসেই আন্তর্জাতিক শিক্ষা শুরু করার অনন্য সুযোগ প্রদান করে। আমি আমার ডক্টরেট ডিগ্রি অর্জনের জন্য মোনাশ ইউনিভার্সিটিকে বেছে নিয়েছি এবং আমি বিশ্বমানসম্পন্ন ডিগ্রি অর্জনের এই সুবর্ণ সুযোগ যতো বেশি সংখ্যক বাংলাদেশি তরুণদের মাঝে ছড়িয়ে দিতে চাই”।

 

News CoverageC News

Share with us:

UCB News
UCB introduces country’s first international cyber security bachelor’s degree Tbsnews
UCB introduces country’s first international cyber security bachelor’s degree
UCB partners with Prime Bank Thestatement24
UCB students to benefit from partnership with Prime Bank PLC
UCB partners with Prime Bank Torrongonews
শিক্ষার্থীদের সফল ক্যারিয়ার গড়ার সহযোগিতায় ইউসিবি ও প্রাইম ব্যাংকের যৌথ উদ্যোগ
UCB partners with Prime Bank Thenewstimesbd
UCB partners with Prime Bank
শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহযোগিতার উদ্যোগ Sonalibangla
শিক্ষার্থীদের সফল ক্যারিয়ার গড়ার সহযোগিতায় ইউসিবি ও প্রাইম ব্যাংকের যৌথ উদ্যোগ
শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহযোগিতার উদ্যোগ Saradin
শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়ার সহযোগিতায় ইউসিবি ও প্রাইম ব্যাংকের যৌথ উদ্যোগ
শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহযোগিতার উদ্যোগ Kalbelaexpress
শিক্ষার্থীদের সফল ক্যারিয়ার গড়ার সহযোগিতায় ইউসিবি ও প্রাইম ব্যাংকের যৌথ উদ্যোগ
শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহযোগিতার উদ্যোগ Ekusheysangbad
শিক্ষার্থীদের সফল ক্যারিয়ার গড়ার সহযোগিতায় ইউসিবি ও প্রাইম ব্যাংকের যৌথ উদ্যোগ
শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহযোগিতার উদ্যোগ Dhakamail
ক্যারিয়ার সহায়তায় ইউসিবি ও প্রাইম ব্যাংকের যৌথ উদ্যোগ
শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহযোগিতার উদ্যোগ Dailycampus
শিক্ষার্থীদের সফল ক্যারিয়ার গড়ার সহযোগিতায় ইউসিবি ও প্রাইম ব্যাংকের যৌথ উদ্যোগ

Prof. Hew Gill

Pro Vice-Chancellor

Ms. Aura Rahman

Lecturer, Biology

Aura Rahman

Lecturer

Aura Rahman is a lecturer at Universal College Bangladesh. She is also acting as a coordinator for the Monash University Foundation Year program. Aura attained her bachelor’s (BSc in Biomedical Sciences) from University College London, United Kingdom. She then completed her master’s (Msc in Biotechnology) from North South University. Her research interest lies in the field of genomic epidemiology of infectious diseases. Her contribution in several local and international research projects have led to publications in several highly ranked peer-reviewed journals including BMC Genomics, Nature Scientific Reports, Science and FEMS Microbiology Letters.

Mr. Md Kamal Hossain

Lecturer, Mathematics

Md. Kamal Hossain

Lecturer

Mr. Kamal Hossain is working as a Lecturer at Universal College Bangladesh. He completed B.Sc. in Mathematics and M.Sc. in Applied Mathematics from the University of Dhaka. He is an M Phil researcher at BUET. His research interests are mathematical modeling in biology, machine learning programming, etc. Some of his research papers are in the pipeline for publication in international journals. He is a lifetime member of the Dhaka University Mathematics Alumni Association.

Ms. Ambreen Zaman

Adjunct Senior Lecturer, CSE

Ambreen Zaman

Senior Lecturer

Ambreen Zaman is a senior lecturer with eight years of experience in various local universities in Bangladesh. She is currently pursuing a PhD degree at the University of Bremen, Germany. She obtained a master’s degree in information technology from the Institute of Information Technology at the University of Dhaka, Bangladesh. Her research papers have been published in national and international journals and conferences. The area of research she is most interested in is human-computer interaction.

Mr. Dewan Muhammad Nur -A Yazdani

Senior Lecturer, Global Studies

Dewan Muhammad Nur -A Yazdani

Senior Lecturer

Dewan Yazdani is a Senior Lecturer at the Universal College Bangladesh. He is also acting as the MONASH University Foundation Program Coordinator. Dewan attained his MSc (Research Methods) from Liverpool Hope University, United Kingdom. He also has a master’s degree in international business from the University of Wollongong, Australia. His research interest lies in the field of Social Media Marketing, Digital Marketing, Higher Education Marketing, Service Marketing, Public Health, and Consumer Behavior. Dewan Yazdani also published in leading local and international academic journals such as PLOS ONE, International Journal of Environmental Research and Public Health, Health Security, Annals of Global Health, Journal of Advanced Research in Economics and Administrative Sciences.

Ms. Tazin Islam Nova

Adjunct Lecturer-Law, UCB

Mr. Monirul Hasan

Adjunct Senior Lecturer, Computer Science

Ms. Nahida Parvin

Lecturer, Business Studies

Nahida Parvin

Lecturer

Nahida Parvin is a lecturer at Universal College Bangladesh. Before joining UCB, she worked as a lecturer of accounting and marketing at Ahsanullah University of Science & Technology (AUST). Nahida has received her MBA & BBA degrees, majoring in Accounting & Information Systems, from the University of Dhaka. She has been the recipient of “Dean’s Honor Award 2018”, awarded by the University of Dhaka. Currently, Nahida is on study leave. She is pursuing her second master’s degree in “Quantitative Finance & Data Science” at Oklahoma State University, USA. Her research interest lies in the field of ESG accounting, ESG finance, circular economy, and data analytics in the field of accounting and finance. Apart from being a lecturer, Nahida also served as a program coordinator for Monash University Foundation Year program at UCB from August 2021 to May 2023.

Ms. Habiba Kibria

Lecturer, Marketing

Habiba Kibria

Senior Lecturer

Ms Habiba Kibria is a working as a Senior Lecturer at Universal College Bangladesh. She completed her Masters in Marketing from Macquarie University in Sydney, Australia and holds a double degree in Bachelor of Marketing and Human Resource Management from North South University, Dhaka, Bangladesh. She has been in academia throughout her career- from being a Lecturer to a Student Councilor to a Country Manager for a foreign university. Her area of interest lies in customer service management, consumer behavior and digital marketing. She holds the Duke of Edinburgh award at Broze level and has been awarded as one of the best project coordinators during her high school community service days. She was an active volunteer at Jaago Foundation and participated in multiple fundraising events. She was also the official Master of Ceremony for her university both in Bangladesh and in Australia.

Ms. Farin Daulah

Lecturer, English

Farin Daulah

Senior Lecturer

Ms Farin Daula is working as a senior lecturer at UCB. She is a trained education professional from the UK and has a degree in Education and English from University of Surrey, UK. She also holds a Master’s in management from Westminster University, UK. Ms Farin received her teacher training at the department of Continuing Education, University of Oxford, UK. Ms Farin is the founder of the education platform, One Circle. She is a certified mental health first aider and a life coach. She has extensive experience in the life-skills education sector, working in various schools and non-profit organizations in London and Dhaka. She is the author of the Tara and Joy children’s book series. The first book of this series called “Tara and Joy: Body Safety” is available now both in Bengali and English version.

Ms. Sumaiya Binte Kabir

Senior Lecturer, Business Studies

Sumaiya Binte Kabir

Senior Lecturer

Sumaiya Binte Kabir is working as a senior lecturer at Universal College Bangladesh. She is also acting as the Monash College MCD of Business Program Coordinator. Sumaiya has attained both her BSS and MSS degree majoring in Economics from University of Dhaka. She has achieved the Bangladesh Bank Governor’s Scholarship for academic excellence. She is also actively involved in voluntary work in different animal welfare organizations. Her research interest lies in the field of public economics, environmental economics, development economics, consumer behavior and higher education marketing.

Dr. Sadia Afreen

Assistant Professor, Chemistry

Dr. Sadia Afreen

Assistant Professor

Dr. Sadia Afreen is an assistant professor at the Universal College Bangladesh (UCB). She completed BSc in Chemical Engineering from Bangladesh University of Engineering & Technology (BUET). She obtained her PhD from the University of Nottingham and then completed her postdoctoral research at Nanjing University in the field of chemical engineering. Her research expertise is in applied chemistry and nanotechnology. She has significant publications in her areas of research, and she contributed as a journal reviewer to prestigious journals in her fields of expertise. She earned the Postgraduate Student Teachers Certificate during her postgraduate study at the University of Nottingham. She worked in the hall committee, conference committee at the University of Nottingham; teaching and learning subcommittee, and program coordinator in the Monash College MCD program at UCB. She worked in industry and had several engineering and research training at home and abroad.

Prof. Muhammad Ismail Hossain

Dean of Academic Affairs, Monash & LSE Program

Prof. Muhammad Ismail Hossain

Professor & Dean of Academic Affairs

Muhammad Ismail Hossain is a Professor and Dean of Academic Affairs, Monash & LSE Program at Universal College Bangladesh. He is on leave from his earlier appointment as Professor of Marketing at the University of Dhaka, Bangladesh. Prof. Hossain received his Ph.D. in consumer behavior from Monash University, Australia. He is an MBA from the University of Dhaka and also has a Master’s degree in International Business from the University of Melbourne, Australia. His research interests lie in the fields of tourism, consumer behavior, and supply chain management. He is one of the co-authors of the book Social Media Storms: Empowering Leadership beyond Crisis Management published by Routledge. He has more than 50 publications including books, research monographs, journal articles, newspaper articles, and keynote papers. His work has been published in many international high-impact journals such as the Journal of Supply Chain Management, Journal of Travel Research, Tourism Recreation Research, Current Issues in Tourism, International Journal of Tourism Research, and Journal of City, Culture, and Society among others. He is an editorial board member of the Journal of Travel Research, the leading tourism journal in the world. He has received a notable amount of external research funding locally as well as internationally as part of various international and local research groups. The value of such local and international funding is BDT 1.06 crores and USD 827,873 respectively. As a consultant, he worked for government projects, not-for-profits, and for-profit local and international organizations.