Published – Protidiner Bangladesh Date – August 27, 2023
২০২৩-২৪ শিক্ষাবর্ষে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলো ১ হাজারের বেশি বৃত্তি দেবে বিদেশি শিক্ষার্থীদের। এসব বৃত্তিতে টিউশন ফি, বাসস্থানের জন্য অর্থ, স্বাস্থ্যবীমা, ভ্রমণভাতা ও মাসিক ভাতাও মেলে। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডির জন্য আবেদন করতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা।
অস্ট্রেলিয়া সরকারের বৃত্তি
অস্ট্রেলিয়া সরকারের ডেস্টিনেশন অস্ট্রেলিয়া বৃত্তি পাবেন ৫৫১ জন। প্রতি বছর একজন শিক্ষার্থী পাবেন ১৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার। এ বৃত্তির বিস্তারিত তথ্যের জন্য ক্লিক করুন : www.education.gov.au/destination-australia
সিডনি ইন্টারন্যাশনাল স্কলারশিপ
দি ইউনিভার্সিটি অব সিডনি ইন্টারন্যাশনাল প্রতি বছর স্নাতকোত্তর ও পিএইচডির জন্য বৃত্তি দেয়। ২০২৪ সালে শুরু হবে কোর্স। এ বৃত্তির আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর। টিউশন ফি ও আবাসন সুবিধার সঙ্গে বছরে শিক্ষার্থী পাবেন ৩৭ হাজার ২০৭ ডলার করে। এ বৃত্তির আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন : shorturl.at/cvN05
মোনাশ বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
বিশ্বের অন্যতম বিশ্ববিদ্যালয় মোনাশ ইউনিভার্সিটি। প্রতি বছর স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে মেরিট স্কলারশিপ দেয় এ বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতামূলক এ স্কলারশিপটির জন্য আবেদন করা যাবে এ বছরের ৩১ আগস্ট পর্যন্ত। বিস্তারিত তথ্যের জন্য ক্লিক করুন : www.monash.edu/graduate-research/study/apply
মেলবোর্ন ইউনিভার্সিটি স্কলারশিপ
২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে ইউনিভার্সিটি অব মেলবোর্ন। প্রতি বছর ৬০০ শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়া হয়। এ বছরের ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা। প্রথম বছর ১০ হাজার অস্ট্রেলিয়ান ডলার টিউশন ফি রিমিশন দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে পঠিত যেকোনো বিষয়েই শিক্ষার্থীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ার মধ্যেই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। বিস্তারিত তথ্যের জন্য ক্লিক করুন : scholarships.unimelb.edu.au/
ডেকিন ইউনিভার্সিটি স্কলারশিপ
ডেকিন বিশ্ববিদ্যালয়ের যাত্রা ১৯৭৪ সালে। দেশটির ভিক্টোরিয়া শহরের এ বিশ্ববিদ্যালয়টি স্বনামধন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়টি শিক্ষার মান নিশ্চিতের পাশাপাশি অস্ট্রেলিয়ান সরকার ও বিভিন্ন কোম্পানিতে পার্টনারশিপে কাজ করে। এতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি গবেষণা ও কাজের সুযোগ পান। ৪০০ বৃত্তি দেবে এ বিশ্ববিদ্যালয়। উপবৃত্তি, সম্পূর্ণ টিউশনমুক্ত, চিকিৎসা তহবিল (অসুস্থ ছুটির বেতন দেওয়া), বিদেশি শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা ও বিমান ভাড়া মিলবে এ বৃত্তি পেলে। ক্লিক করুন : www.deakin.edu.au/study/fees-and-scholarships/ scholarships/find-a-scholarship/rtp-and-duprs
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি বৃত্তি
দেশটির অন্যতম একটি শিক্ষাপ্রতিষ্ঠান অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি। প্রতি বছর স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে স্কলারশিপ দেয় প্রতিষ্ঠানটি। ৩১ অক্টোবরের মধ্য আবেদন করতে হবে। প্রতি বছর ৩৪ হাজার ডলার করে দেওয়া হবে এ বৃত্তির প্রাইজমানি। সাড়ে তিন বছর দেওয়া হবে এ বৃত্তি। তবে কতজনকে এ বৃত্তি দেওয়া হবে তা ওয়েবসাইটে উল্লেখ নেই। এ বৃত্তির বিস্তারিত তথ্যের জন্য ক্লিক করুন : shorturl.at/nvHKL
তাসমানিয়া ইউনিভার্সিটি বৃত্তি
তাসমানিয়া ইউনিভার্সিটি প্রতি বছর স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে বৃত্তি দেয়। ১৫০টি বৃত্তি পাবেন বিদেশি শিক্ষার্থীরা। বিস্তারিত জানতে ক্লিক করুন : www.utas.edu.au/study/scholarships-fees-and-costs/international-scholarships
বন্ড ইউনিভার্সিটি স্কলারশিপ
বন্ড বিশ্ববিদ্যালয় পিএইচডি পর্যায়ে গবেষণার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ দিয়ে থাকে। বছরে দুবার এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা। এ বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে এ স্কলারশিপের জন্য। এ বৃত্তির বিস্তারিত তথ্যর জন্য এখানে ক্লিক করুন : https://shorturl.at/gpqxT
ফ্লিন্ডার্স ইউনিভার্সিটির আরটিপি স্কলারশিপ
রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম (আরটিপি) অস্ট্রেলিয়ান সরকারের একটি উদ্যোগ। প্রতি বছর স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বিভিন্ন ডিগ্রির জন্য এ স্কলারশিপ দেওয়া হয়। সাধারণত মাস্টার্সের জন্য তিন বছর ও পিএইচডির জন্য দুই বছরের আরটিপি স্কলারশিপ দেওয়া হয়। এর আওতায় সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, থাকার খরচ, মাসিক হাতখরচ, গবেষণামূলক কাজের জন্য প্রয়োজনীয় খরচÑ সব মিলিয়ে বছরে প্রায় ৩৩ হাজার অস্ট্রেলিয়ান ডলার দেওয়া হয়। এ বৃত্তির বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন : https://shorturl.at/lvFJ8
কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া স্কলারশিপ
কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি বিদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০ বৃত্তি দেবে। মাস্টার্স ও পিএইচডির জন্য দেওয়া হবে এ বৃত্তি। এ বৃত্তির বিস্তারিত তথ্যের জন্য ক্লিক করুন : study.uq.edu.au/study-options/phd-mphil-professional-doctorate/projects
News coverage – Protidiner Bangladesh