স্থানীয় ও আন্তর্জাতিক আর্থিক সেবাখাতের প্রতিষ্ঠান কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসির সঙ্গে অংশীদারত্ব করেছে এসটিএস গ্রুপের আওতাধীন বাংলাদেশে আন্তর্জাতিক শিক্ষা নিশ্চিতকারী প্রতিষ্ঠান ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)। এই অংশীদারত্বের মধ্য দিয়ে এখন ইউসিবির শিক্ষার্থীরা কমার্শিয়াল ব্যাংক অব সিলনে ইন্টার্নশিপ ও প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি, এই প্রতিষ্ঠানে নিজেদের মেধা ও যোগ্যতা প্রমাণের ভিত্তিতে আর্নড প্লেসমেন্টের সুযোগ পেতে পারেন তাঁরা।
স্থানীয় ও আন্তর্জাতিক আর্থিক সেবাখাতের প্রতিষ্ঠান কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসির সঙ্গে অংশীদারত্ব করেছে এসটিএস গ্রুপের আওতাধীন বাংলাদেশে আন্তর্জাতিক শিক্ষা নিশ্চিতকারী প্রতিষ্ঠান ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)। এই অংশীদারত্বের মধ্য দিয়ে এখন ইউসিবির শিক্ষার্থীরা কমার্শিয়াল ব্যাংক অব সিলনে ইন্টার্নশিপ ও প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি, এই প্রতিষ্ঠানে নিজেদের মেধা ও যোগ্যতা প্রমাণের ভিত্তিতে আর্নড প্লেসমেন্টের সুযোগ পেতে পারেন তাঁরা।
অনুষ্ঠানে ব্যাংকটির উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার (ডিসিইও) ও চিফ অপারেটিং অফিসার (সিওও) কপিলা লিয়ানাগে এবং ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার (ডিসিইও) ও হেড অব করপোরেট ব্যাংকিং মাহমুদ হোসেন। অন্যদিকে ইউসিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসটিএস ক্যাপিটাল লিমিটেডের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এস এম রাহমাতুল মুজিব, এফসিএ ও ইউসিবির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এস এম রিসালাত রহমান।
ইউসিবির শিক্ষার্থীরা এখন কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসির অধীনে ইন্টার্নশিপ, প্লেসমেন্ট ও ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করার সুযোগ পাবেন। পাশাপাশি, ব্যাংকটির কর্মকর্তাদের গেস্ট লেকচার, ক্যারিয়ার দিকনির্দেশনা ও মেনটরিং সেশনের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে নলেজ শেয়ারিংয়ের উদ্যোগও গৃহীত হবে। শিক্ষা ও আর্থিক খাতের সুষ্ঠু সমন্বয় নিশ্চিত করতে ইউসিবি ও কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসির যৌথ প্রচেষ্টায় ভবিষ্যতে আরও বিভিন্ন বিশেষ প্রকল্প নেওয়া হবে।
এই অংশীদারত্বের বিষয়ে ইতিবাচক আশাবাদ ব্যক্ত করে এসটিএস গ্রুপের সিইও মানাস সিং বলেন, ‘কমার্শিয়াল ব্যাংক অব সিলনের সঙ্গে হাত মেলাতে পেরে আমরা আনন্দিত। এ অংশীদারত্ব ব্যাংকিং খাতকে আমাদের শিক্ষার্থীদের সামনে তুলে ধরে তাদের শিক্ষাগত অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে। পাশাপাশি, এ সময় শিক্ষার্থীরা করপোরেট পরিসরে যোগাযোগ বৃদ্ধির সুযোগ পাবেন।’
কমার্শিয়াল ব্যাংক অব সিলনের সিইও নাজিথ মিওয়ানাগে বলেন, ‘ইউসিবির সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে আমরা বাস্তব অভিজ্ঞতা ও জ্ঞানের আলোকে আরও প্রস্তুত করে তুলতে চাই, যা তাদের কর্মজীবনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনে সহায়তা করবে। পাঠ্যবইয়ের বাইরেও শিক্ষার্থীদের বাজার ও গ্রাহক সম্পর্কে জানাশোনা থাকা অত্যন্ত জরুরি; আর তাদের ভবিষ্যৎ সমৃদ্ধি নিশ্চিতে এই অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
ইউসিবি বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়-অনুমোদিত প্রথম আন্তর্জাতিক শিক্ষা দেওয়া প্রতিষ্ঠান। মোনাশ কলেজ ও ইউনিভার্সিটি অব লন্ডনের (ইউওএল) আওতাধীন লন্ডন স্কুল অব ইকোনমিকসের (এলএসই) সঙ্গে বিশেষ অংশীদারত্বের মধ্য দিয়ে ও/এএস/এ/এইচএসসি সম্পন্নকারী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সেরামানের শিক্ষা সুবিধা নিশ্চিত করছে ইউসিবি।
Published in: Ajkerpatrika.com