মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ারে (এমইউএফওয়াই) ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম গত রবিবার অনুষ্ঠিত হয়েছে। এমইউএফওয়াই’র এ বছরের প্রথম ব্যাচের জন্য রাজধানীর গুলশান-১ অ্যাভিনিউ এলাকার এসএ টাওয়ারে অবস্থিত ইউসিবি ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি
ইউসিবির ডিন অব একাডেমিক অ্যাফেয়ার্স প্রফেসর মুহাম্মদ ইসমাইল হোসেন এবং প্রেসিডেন্ট ও প্রভোস্ট অধ্যাপক হিউ গিল স্বাগত বক্তব্য রাখেন। এরপর অনুষ্ঠানে সমবেত শিক্ষার্থী ও অভিভাবকদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মোনাশ ইউনিভার্সিটি মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের ড্যানিয়েল লাম এবং মোনাশ অস্ট্রেলিয়ার ইন-কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আজরা করিম।
পরে ইউসিবি ও এমইউএফওয়াই প্রোগ্রামের সঙ্গে শিক্ষার্থী ও অভিভাবকদের পরিচিতি সেশনের আয়োজন করা হয়। শিক্ষাগত দক্ষতা, ভাষা দক্ষতা ও সংখ্যাগত (গাণিতিক) দক্ষতার ওপরও সেশন আয়োজিত হয়।
উল্লেখ্য, এমইউএফওয়াই জানুয়ারি ২০২৪-এ ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজিত হলেও আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত এমইউএফওয়াইতে ভর্তির সুযোগ থাকছে।
Published in: Bhorerkagoj