চাকরির বাজারের চাহিদা ও প্রার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে আরও উন্নত সমন্বয় নিশ্চিতের লক্ষ্যে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির (এলবিএফ) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে এসটিএস গ্রুপের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)। গতকাল রোববার লংকাবাংলা ফাইন্যান্সের করপোরেট হেড অফিসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে লংকাবাংলার হেড অব অপারেশনস এ কে এম কামরুজ্জামান, গ্রুপ কোম্পানি সেক্রেটারি মোস্তফা কামাল, হেড অব রিটেইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস খুরশেদ আলম, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার শামীম আল মামুন এবং হেড অব হিউম্যান রিসোর্সেস মোহাম্মদ হাফিজ আল আহাদ উপস্থিত ছিলেন। অপর দিকে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার অমিত প্রসাদ এবং এসটিএস ক্যাপিটাল লিমিটেডের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এস এম রহমাতুল মুজিব ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এস এম রিসালাত রহমান উপস্থিত ছিলেন।
এসটিএস গ্রুপের সিইও মানাস সিং বলেন, ‘লংকাবাংলা ফাইন্যান্সের সঙ্গে হাত মেলাতে পেরে আমরা আনন্দিত। চাকরি–সংশ্লিষ্ট শিল্প খাতকে গভীরভাবে জানার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, পাশাপাশি করপোরেট জগতে তাদের পরিচিতিও বাড়াতে সাহায্য করবে।’
লংকাবাংলা ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও খাজা শাহরিয়ার বলেন, ‘তরুণদের সক্ষমতার ওপর আমাদের শতভাগ আস্থা রয়েছে। এই অংশীদারত্বের মাধ্যমে আমরা তাদের বাস্তব অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোকে আরও প্রস্তুত করে তুলতে চাই, যা তাদের কর্মজীবনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনে সহায়তা করবে।’
উল্লেখ্য, ইউসিবি বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত প্রথম আন্তর্জাতিক শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান। এটি দেশে মোনাশ কলেজ এবং ইউনিভার্সিটি অব লন্ডন (ইউওএল) পরিচালিত লন্ডন স্কুল অব ইকোনমিকসের (এলএসই) অংশীদার।
Published in: Ittefaq