এইচএসসি শিক্ষার্থীদের জন্য সরাসরি এলএসই পরিচালিত ইউনিভার্সিটি অফ লন্ডনের ডিগ্রি লাভের সুযোগ
বাংলাদেশে ইউনিভার্সিটি অফ লন্ডনের এক্সক্লুসিভ পার্টনার ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি) ২৬ আগস্ট ওপেন ডে শীর্ষক এক আয়োজন করে, যাতে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন স্কুল অফ ইকোনমিকসের ড. জেমস অ্যাবডে। রাজধানীর গুলশানে অবস্থিত ইউসিবি ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন অসংখ্য তরুণ মেধাবী শিক্ষার্থীরা। অনুষ্ঠানে আগামী সেপ্টেম্বর মাস থেকে ইউসিবি’তে চালু হতে যাওয়া ৩ বছর মেয়াদী পূর্ণাঙ্গ ইউকে ডিগ্রি প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করা হয়।
ওপেন ডে’র আয়োজনে শিক্ষার্থীরা ইউসিবি’তে একাউন্টিং এন্ড ফিন্যান্স, বিজনেস এন্ড ম্যানেজমেন্ট, ইকোনমিকস এবং ফিন্যান্সের উপর বিএসসি ডিগ্রি নিয়ে পড়াশোনার বিষয়ে বিস্তারিত জানতে পারেন, যার সুফল ইতিমধ্যেই অনেক শিক্ষার্থী তাদের ক্যারিয়ারে উপভোগ করছেন। লন্ডন স্কুল অফ ইকোনমিকসের প্রাতিষ্ঠানিক দিকনির্দেশনায় বাংলাদেশে এই ডিগ্রিগুলো পরিচালিত হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা দেশে থেকেই ইউসিবি’র মাধ্যমে তিন বছরে যুক্তরাজ্যের ডিগ্রি অর্জন করতে পারবেন। ইউসিবি বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত প্রথম ইন্টারন্যাশনাল এডুকেশন প্রোভাইডার, যারা দেশে ও/এএস/এ লেভেলস ও এইচএসসি সম্পন্নকারী শিক্ষার্থীদের জন্য ইউনিভার্সিটি অফ লন্ডনে উচ্চ শিক্ষা প্রোগ্রামে যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করছে।
অনুষ্ঠানে লন্ডন স্কুল অফ ইকোনমিকস এন্ড পলিটিক্সের ড. জেমস অ্যাবডে’কে স্বাগত জানান ইউসিবি’র প্রেসিডেন্ট এবং প্রভোস্ট প্রফেসর ড. হিউ গিল। তিনি বলেন যে, “দেশের শিক্ষা মন্ত্রণালয় স্বীকৃত প্রথম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রোগ্রাম সুবিধাদানকারী প্রতিষ্ঠান হিসেবে আমাদের লক্ষ্য দেশের মেধাবী শিক্ষার্থীদের সামনে ব্যয়সাশ্রয়ী উপায়ে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের পথ গড়ে দেওয়া। ইউনিভার্সিটি অফ লন্ডনের সহযোগিতায় ইউসিবি একান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে দেশে বিশ্বমানের উন্নত মানব সম্পদ গড়ে ওঠে এবং বাংলাদেশ দ্রুত উচ্চ-মধ্যম আয়ের দেশে রূপ নেওয়ার সক্ষমতা অর্জন করে। আমরা জাতীয় শিক্ষাক্রম ও আন্তর্জাতিক শিক্ষাক্রম– এই দুই ধারার শিক্ষার্থীদের জন্যই সেরা মানের প্রোগ্রাম নিয়ে এসেছি, যার মাধ্যমে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণ একটি সুন্দর ভবিষ্যত গড়ার পথে ব্যয়সাশ্রয়ী উপায়ে এগোতে পারবেন। আশা করছি, ওপেন ডে’র এই আয়োজন দেশের তরুণদেরকে, বিশেষত জাতীয় শিক্ষাক্রমের আওতাধীন শিক্ষার্থীদেরকে ইউসিবি’র হাত ধরে ইউনিভার্সিটি অফ লন্ডনে উচ্চশিক্ষা গ্রহণে অনুপ্রাণিত করেছে”।
Published in: Thedhakatimes