শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের সুযোগ বৃদ্ধিতে সুইজারল্যান্ড-ভিত্তিক বিশ্বের এক নম্বর ফুড ও বেভারেজ ব্র্যান্ড নেসলে বাংলাদেশ পিএলসির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)। ইউসিবি ও নেসলে বাংলাদেশ উভয় প্রতিষ্ঠানের উচ্চ কর্মকর্তাদের উপস্থিতিতে রাজধানীতে নেসলে কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবি ইউওএল-এলএসইর হেড অব প্রোগ্রাম সৌরিন দত্ত এবং ইউসিবির এস এম রিসালাত রহমান ইউসিবির প্রতিনিধিত্ব করেন। বিজ্ঞপ্তি
নেসলে বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির করপোরেট অ্যাফেয়ার্সের ডিরেক্টর লিগ্যাল, আরএসএ ও কোম্পানি সচিব দেবব্রত রায় চৌধুরী; এইচআরবিপি সিফাত তাবিন্দা আলম; লিগ্যাল অ্যান্ড কমপ্ল্যায়েন্স ম্যানেজার ফয়সাল আহমেদ ও রিক্রুটমেন্ট অ্যান্ড এমপ্লয়ার ব্র্যান্ডিং এর এইচআর অফিসার সাজিয়া সানজানা।
Published in: Bhorerkagoj