উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) কিংবা ‘ও’ লেভেল উত্তীর্ণ বাংলাদেশি শিক্ষার্থীরা ঢাকায় বসে সার্টিফিকেট অব হায়ার এডুকেশন ইন সোশ্যাল সায়েন্সেস (সিএইচইএসএস) প্রোগ্রাম সম্পন্ন করে ইউনিভার্সিটি অব লন্ডনের ডিগ্রি অর্জনে সরাসরি ভর্তি হতে পারবেন।
এসটিএস গ্রুপের আন্তর্জাতিক শিক্ষা সেবাদাতা প্রতিষ্ঠান ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ সম্প্রতি এর গুলশান ক্যাম্পাসে সিএইচইএসএস প্রোগ্রাম উন্মোচন করেছে।
এ বিষয়ে ইউসিবি’র প্রেসিডেন্ট ও প্রভোস্ট অধ্যাপক হিউ গিল বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত বাংলাদেশের প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ইউসিবি আন্তর্জাতিকভাবে স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর প্রোগ্রাম অফার করছে। আমাদের লক্ষ্য বাংলাদেশে উচ্চ মানসম্পন্ন ও সাশ্রয়ী আন্তর্জাতিক শিক্ষার দ্বার উন্মোচন করা।’ তিনি আরও বলেন, ‘লন্ডন স্কুল অব ইকোনোমিকসের অ্যাকাডেমিক নির্দেশনা অনুসরণ করে আমরা বিশ্বমানসম্পন্ন এডুকেশন কনটেন্টের মাধ্যমে বিভিন্ন প্রোগ্রাম নিয়ে এসেছি, যা শিক্ষার্থীদের ক্যারিয়ারে সফল হতে প্রয়োজনীয় দক্ষতা অর্জনে ভূমিকা রাখবে।’
এলএসই’র ইউওএল প্রোগ্রামসের অ্যাসোসিয়েট অ্যাকাডেমিক ডিরেক্টর ড. জেমস অ্যাবডে বলেন, ‘আমরা ইউসিবির উদ্ভাবনী এ উদ্যোগে সহায়ক ভূমিকা পালন করতে পেরে উচ্ছাসিত। এ উদ্যোগ এইচএসসি সম্পন্ন করা শিক্ষার্থীদের ঢাকায় বসেই ইউনিভার্সিটি অব লন্ডনের ডিগ্রি নিয়ে পড়ার সুযোগ করে দিবে।’
‘দেশের সকল স্কুল ও পাঠ্যক্রমের শিক্ষার্থীরাই এখন দেশে বসেই যুক্তরাজ্যের বিশ্বমানসম্পন্ন ডিগ্রি অর্জন করতে পারবেন,’ বলেন ইউসিবি’র ডিন অব অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স অধ্যাপক মুহাম্মদ ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের জানানো হয়, যেসব শিক্ষার্থী সিএইচইএসএস প্রোগ্রাম সফলভাবে উত্তীর্ণ হবেন, তারা ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের (ইউসিবি) প্রাসঙ্গিক ইউওএল-এলএসই আন্ডারগ্রাজুয়েট ডিগ্রি প্রোগ্রামের দ্বিতীয় বর্ষে ভর্তি হতে পারবেন; অর্থাৎ, যেসব শিক্ষার্থী সিএইচইএসএস প্রোগ্রাম উত্তীর্ণ হবেন তারা বাংলাদেশে বসে তিন বছরে ইউনিভার্সিটি অব লন্ডনের (ইউওএল) আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি শেষ করতে পারবেন।